পাতা:কাদম্বরী নাটক.djvu/১৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ԳԵ» সাক্ষৎ-দৰ্পণ নাটক । ছিলেম । ( কিঞ্চিৎ কাল ভাবিয়া ) আচ্ছা যদি আমাকে নাই ভাল বাস বে, তবে কেন রোজ স্কুলে যাবার অণসবের সময়, কামিনী জানেলার কাছে বসে থাকে ; বোধ হয় তাবিশ্যি আমাকে ভাল বাসে । অপর যে রকম কোরে আমার দিকে তাকায়, তাতে বেশ স্পষ্ট বোধ হয় যে, যে আীগুণ অপমাকে সমস্ত দিনরণতদন্ধ কোচেচ, সেই অণগুণ কামিনীর কোমল আন্তঃকরণেও প্রবেশ করেছে । দেখলে যান বোধ হয়, অশ্মীকে বলচে যে “আমাকে এই জ্বলন্ত অণগুণ থেকে উদ্ধার কর । কোন কঠিন নিষ্ঠর প্রাণ, কোন নির্দয় পামর, সেই কোমল আঁবির মনোগত ভাব বুঝতে পেরে, আপনার চক্ষের জলের ঝরনা খুলে দিয়ে তাঁর দুঃখু মোচন করতে চেষ্টা না পায়? কে সেই সুন্দর, কিন্তু মলান মুখ দেখে তাকে চুম্বন না করে, বরদস্তি করতে পারে ? তার ঠোঁট দেখলে বোধ হয় আমার সঙ্গে কথা কইতে আসি চে ; কিন্তু লজ্জায় পাচ্চে না । কে দেই কোমল সুন্দর ঠোঁট দেখে আপনার ঠোঁটের সঙ্গে না মিশয়ে থাকতে পারে ? কিন্তু আমি কি কর্সি ? অামার কি অধিকার অাছে যে আমি অন্য লোকের স্ত্রীর বিষয়ে এমন মন্দ ভাব আন্দোলন করি ? কিন্তু কামিন কি কৰ্ব্বে । সে কিছু ইচ্ছে করে আমন যায়গায় বিবাহ করে নি । সে কখন দোয়ারিকে ভাল বাসে না, তা আমি নিশ্চয় জানি । দোঁয়ারিও তাঁর স্ত্রীকে চায় না । আমরা ছেলে বেলা থেকে এক সঙ্গে খেলা করেছি, এক সঙ্গে মানুষ হয়েছি, তবে কেন আমরা এখনও ভাল বাস্বে না ? কেন আমরাপরস্পর দু জনের সহবাস সুখভোগ কৰ্ণে না ? আমাদের পিতা মাত অামাদের পরম্পরের সঙ্গে বিয়ে দিলেন না বলে কি আমরা চির