পাতা:কাদম্বরী নাটক.djvu/১৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক | b~Ꮌ কেদার । হয়ত মদ খেলে তোমাদের তীরে অর্ণমোদ হোত, আরো অছিলাদ হোত ; কিন্তু মদ খাওনা বলে হয় না । অণর যদি কোন জিনিস খাওয়াতে দোষ না থাকে অথচ খেতে ইচ্ছে হয়, তবে কেনই বা খাবে না ? তারক । দেখ ੱਝੋ কেদার, তোমার সঙ্গে অামার ছেলে বেলা থেকে অলিপি । তোমার মন্থও খুব ভাল তাও আমি জানি, আচ্ছা তুমি আমার কথাতে কেন মদূটা ছেড়ে দাও না ? কেদার । আমি তোমাকে বলচি যে তোমার অনুরোধে অমি অনেক কাজ কত্তে পারি ; কিন্তু যে কৰ্ম্ম আমি অন্যায় ভাবেবী, তা আমি কেমন করে করি ? মদ খেতে নেই বোলে যে না খাওয়া, সে নিতান্ত দূৰ্ব্বল মনের কাজ । কিন্তু অামি বলতে পারি যে, যত দিন পৰ্য্যন্ত মনের মভ লোক না পাবো, তত দিন মদ খাবো না ; আর যদি কখন খাই ; তাহলে বেশি খাবো না । তারক । তাচ্ছিা তুমি বল যে, পনের দিন তুমি আমাদের সঙ্গে । বেড়াবে, আর পনের দিন তুমি মদ খাবে না । আর কালি কিম্বা দোঁয়ারির সঙ্গে বেড়াবেন ? কেদার ৷ পলের দিন কেন ? আমি প্রতিজ্ঞা করচি ষে এক মাস মদ খাবোনা, অণর খালি তোমাদের সঙ্গে বেডাব । (মন্মথ এবং বিন্দু বাবুর প্রবেশ । ) মন ! নমস্কার তারক বাবু ! তারক | নমস্কার! অসুিন্‌ বিন্দু বাবু । মন । কেদার বাবু কেমন তাছেন ? কেদার । অম্নি এক রকম আছি মশাই! না ভাল, না মন । মন । এই বীর কি ‘এম এ দেবেন ? (১১)