পাতা:কাদম্বরী নাটক.djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>8 কদম্বরী নাটক । মহ। কেয়ুরক! তোমারভ দারিকে আমার নিকট কি সংবাদ প্রেরণ করেছেন, ব্যক্ত কর। তরলিকা সংবাদদাতার ভার তোমার উপর অর্পণ করছে শ্রবণ করলে তেী,-বিলম্ব অনাবশ্যক শীঘ্র প্রিয়সখীর মনোভাব ব্যক্ত করে আমার ক্ষোভ দূর কর। কেয়ু। দেবি ! তরলিক-প্রমুখাৎ তিনি আপনার উপদেশ বাক্য শ্রবণ করে, যৎপরোনাস্তি বিষাদিত হয়ে এই বলেছেন যে, “ আমি চিরকাল প্রিয়সখীর সুখ দুঃখভাগিনী, কিন্তু এক্ষণে তিনি কি জন্য আমায় পর করতে চান ? তিনি যখন তাপসীবেশ ধারণ করে বনে আছেন, তখন কাদম্বরীর সুখ বা সন্তোষসাগরে নিমগ্ন হওয়া কি সম্ভব ? তিনি কি আমার অন্তঃকরণ জ্ঞাত নন? তাই এৰূপ অপ্রিয় বচন বলে, আমায় পরিতাপিত কল্লেন ? কেয়ুরক! তুমি যাও এবং আমার প্রতি প্রিয়সখীর কি জন্য এতাদৃশ অশ্রদ্ধা জন্মেছে, জেনে এসো। আমি তার অপ্রিয় ভাজন হয়ে জীবন ধারণ করতে চাই ন।" ত দেবি! ভ দারিকে আমায় এই সকল কথা বলে তরু লিকার সহ প্রেরণ করেছেন, এক্ষণে আপনার যাহা অভিরুচি হয় তাহাই করুন। মহ। (ক্ষণকাল চিন্তা করিয়া) কেয়ুরক! প্রিয়সঙ্গিনী যখন আমার প্রবোধ বাক্যে এতদূর দুঃখান্বিত হয়েছেন,তখন আমায় হেমকুটে অবশ্য একবার যেতে হবে, তুমি এই স্থানে রজনী বিশ্রাম কর তৎপরে কল্য প্রত্যুষে সকলে একত্রে যাব । কেয়ু। আপনার আজ্ঞা শিরোধাৰ্য্য। কেয়ূরকের প্রস্থান মহা । অরলিকে! যাও দেখ কেয়ুরকের কোন প্রকারে অনুমাত্র আশ্রমে পীড়া না হয় ।