পাতা:কাদম্বরী নাটক.djvu/১৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক l な意 বলেচে । ( গমনোদ্যত ) ৷ কামিনী । তা বলিস্ নে, তা বলিস নে ! বলিস যে তোমার চিঠির জবাব কর্ণল দেবে । লক্ষী। অপর নচুতে বসে ঘোমটা দেবীর দরকার কি ? (গমন) ' কামিনী । ঝি ! ও ঝি ওলো শুনে যা শুনে যা ! (ঝির প্রত্যাগমন ) লক্ষী। যা বলবি বাছা একেবারে বল, আমার রাত্রি হয়ে গেল । কামিনী । দেখ মুবোৰকে বুঝিয়ে বলিস, সে যান মনে দুঃখু না করে ; অণর সে যে বলেচে বাড়ী থেকে পালিয়ে যাবে, তা যান না যায়। (লক্ষ্মী গমনোদ্যত ) দেখ তুই যান বলিস নে, আমি তোকে বোলে দিয়েচি । তুই এমনি কোরে বোলবি যেন তুই তাঁকে বারণ কচ্চিস্, বুঝেচিস ? অচ্ছি। ঝি তুই এখন যা, কিন্তু কাল কে আসতে ভুলিসনে । লক্ষী। না না- (প্রস্থান) কামিনী স্বগত) কালকে সিড়ি ভাসবে । সুবোধ যদি কাল কে না আসতে পারে, পোরশু তো অপস বেই । সে এলে আমার এত যাতনা, সব দূর হবে । ( কিঞ্চিৎ ভাবিয়া) তবু আমার মনে এত কষ্ট হচ্চে কেন ? সে বা হোক, আমি অপর ভাব বো না । এখন আমি কাপড় কচ তে যাই । আজি কাল দু দিন চোক কান বুজে থাকি । পোরশু দিন মনস্কমেন। পুর্ণ হবে (কপোল দেশে হস্ত বিন্যাস পূৰ্ব্বক চিন্তা ) যা হবার তাই হবে, এখন আমি যাই । (প্রস্থান) ( যবনিক পতন । )