পাতা:কাদম্বরী নাটক.djvu/২০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

: পঞ্চম অঙ্ক । , . ה"ל :" সুবোধ। (কামিনীকে চুম্বন করিয়া) ভূমি ঠিক কথা বলেছ। কিন্তু আমার নাকি দুঃখের ভাবনা ভেবে মনে কালি পড়েছে, তাই যখন আমার সুখ, স্বর্ষ্যের অালোর মভ এসে চারি দিক আহিলাদে পরিপূর্ণ করে, তখনও কোথা থেকে এক২ বার কালো মৈঘ এসে, এই স্থৰ্য্যকে ঢেকে ফেলে, অর্ণর অন্ধকরে আমার মন আচ্ছন্ন হয় । কামিনী । অামি কি কখন দুঃখু সহ্য করিনি ? তোমার জন্যে কি আমাকে সমস্ত রণত কাঁদে হয় নি ? সমস্ত দিন তোমার মুখ মনে করে যাতনীতে শরীর মন পুড়ে যায় নি ? সু বোধ । তোমার জন্যে তামাকেও অনেক সহ্য করতে হয়েছে । কিন্তু যখন তুমি আমার পাশে বসে আছে, তখন আমার কি দুঃখু ? অণর অণমাকে চাতক পাখীর মত জল জল করতেই বা হবে কেন ? চাতক মনের মত জল পেয়েছে । সুবোধ । কমিনি। আমি যদি একশটা প্রাণ পেতাম, তা হলে তোমার পর্ণয়ের তলায় বিসজ্জন কত্তেম । কামিনী । ছি ওকি ভাই ! (মৌনাবলম্বন) সুবোধ । না না আমার ঘাট হয়েছে, ত মি আর ও রকম কথা বলবে না। তুমি যে গান্‌টী গাচ্ছিলে, সেটা কি তোমার ভয়েরি ? কামিনী । কেন ? সুবোধ । বলোনা? আমি অমন মিষ্টি গলা, আর ভাল গান কখন শুনিনি ।

কামিনী । তোমার রাত্তিরে এখানে আস্ বের কথা থাক,_ অীর নাই থাক, আমি রোজ রাত্তিরে এই জানালীর কাছে বসে থাকি । যখন কিছু নড়ে, কি বাণীয় শব্দ শুনি ; ভ ইন মনে হয়, বঝি তুমি এলে । কিন্তু তুমি অনেক সময়