পাতা:কাদম্বরী নাটক.djvu/২০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অঙ্ক । তাকে এক খোরা જાહi ভাত tट्स i उ६म যদিও ੱਥੇ 舒 অর্ণর ছেলে তাকে দেখে गूंथी इज्ञ বটে, কিন্তু তামাক, খেয়েই হোক, পান্ত ভাত খেয়েই হোক, আর সমস্ত' দিনের পর శి আর ছেলের মুখ দেখেই হোক, চাষা যে তখন সকলের চেয়েওঁ মুখী হয়, এ স্বীকার করতেই হবে । তেমনি যদিও তুমি আমাকে দেখে মুখী হয়েছ বটে ; কিন্তু আমি কত দূর থেকে এসে, কত কষ্ট পেয়ে, কত বিপদ থেকে এড়িয়ে এখন তোমার কাছে এসে সুখ হলো । তোমার কোমল হাত ছুয়ে আমার শ্রান্তি দূর হলো, (চুম্বন করিয়া ) তোমার মুখে চুম খেয়ে অামি গায়ে জোর পেলেম, অণর তোমার কোলে মাথা দিয়ে শুয়ে, আমি চোক কান বুজে সুখে ডুব দিলাম । কামিনী । সুবোধ ! . আমি তোমার মত অভ বকতে পারিনে, আমার কষ্ট হয়, কিন্তু (সুবোধকে চুম্বন করিয়া ) এ কষ্ট্রে আমার কষ্ট হয় না f ( নেপথ্যে দ্বীরে অণঘাত ) সুবোধ । (সচকিতে) কেও ! কামিনী । চুপ কর চুপ কর । আমি দেখচি । সুবোধ । কে ঠেলচে জেনে, তবে দরজা খুলে দিও? ( নেপথ্যে দ্বারে অণঘাত । ) কামিনী। স্কুবোধ। ভূমি খাটের নিচে লুকোও ! আমি দরজা ট। খুলে দিই । - সুবোধ । (মৃদুস্বরে ) কে দরজা ঠেলচে, কিছু টের পেলে ? কামিনী । ( মৃদুস্বরে ) বোধ হয় ঝি, কি ঠাকুর ঝি । সুবোধ । আমি কোথায় লুকোব ? কামিনী । খাটের নিচে । (লেপথে দ্বারে আঘাত ।