পাতা:কাদম্বরী নাটক.djvu/২১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- পঞ্চম অঙ্ক " أ. يده ১১৭ কামিনীর চেহার এমন হয়ে গেল কেন ? কমিনি! তুমি খালি বল, এখনও বেচে অtছ ! নতুবা এই আমিও তোমার সঙ্গে চল্লেম । (বুকে তরোবরি দ্বারা আঘাত এবং মুচ্ছ । কিঞ্চিৎ কাল পরে চেতন পাইয়া) হাঃ ! দেশের প্রথা । হাঃ নিষ্ঠর পিতা মাত ! হাঃ দেশের নিষ্ঠ র লোক ! ছা ! হতভাগ্য বঙ্গ ভূমি ! তুমি কত কাল আর কুসংস্কারে অর্ণবৃত থাকবে ! কত দিনে তোমার সন্তানগণ নায়ানুগত ব্যবহার কর্তে শিখবে ! কত দিনে যথার্থ বিবাহ প্রণালী । জেনে আত্মীয়গণকে সুখসাগরে ভাসমান্য করবে ! কত দিনে এই ৎসিৎ দেশাচার.এখান হোতে অন্তৰ্হিত হেীয়ে যাবে ! কত দিনে ভ্ৰমান্ধ জনগণের অন্তরে জ্ঞান ভানু বিরাজিত হেীয়ে অজ্ঞানীন্ধতা বিলুপ্ত কৰ্ব্বে ! হায় ! এমন দিন কবে হবে, যে দিনে, বঙ্গবাসীরা যথার্থ সুখসাধনে তাত্মিারে কৃতাৰ্থ কর্তে সমর্থ হবে । যে দেশের লোকদের দয়া মায়া নেই, ধৰ্ম্মাধৰ্ম্ম জ্ঞ'ন নেই,মান অপমানের প্রতি কটাক্ষ নেই, অণপন সন্তান গণের উপর যথার্থ স্বেছ মমতা নেই ; সে দেশে যেন মনুষ্য মাত্রই জন্ম গ্রহণ না করে ! রে বিবাহুের রীতি প্রণালী ! এই তোদের কাজ ! তোর এই গ্রথীর জন্যে আমার মত কত শত লোর্কে প্রাণত্যাগ কচ্চে কেউ ভ্রক্ষৈপও কচ্চে না ! আহা ! তারা যদি আমাদের কষ্ট একটুও . বুঝতে পারে; তাহলে এই কুৎসিত বিবাহের প্রথা একেবারে উঠে যায় । উঃ ! কি-যাতনা ! ঈশ্বর কৰুণ যান বঙ্গবাসীগণের মন আরো দয়ালু হয়। আর আমার মত যান, অণর ; কেউ না মরে । আর আমার দেরি নেই ; মা ! তোমার সুবোধকে একবার এই সময়ে দেখতে পেলে না, - কি কৰ্ম্মে ? বাবা তোমার কথা অবহেলা করে, তোমার মনে s - f | - o