পাতা:কাদম্বরী নাটক.djvu/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কদম্বরী নাটক । ২১ তপস্যার ফল ছিল, তাই আপনার সঙ্গিনী ও আপনার সন্দর্শন প্রাপ্ত হয়েছি,–প্রভাকর অস্তমিত হলে যেমন সমস্ত ধরাধাম ভীষণ অন্ধকরে আবৃত হয়ে করল মূৰ্ত্তি ধারণ করে জগতবাসিদের ভয় প্রদশন করে, আপনাদের বিহনে আমারও তদনুৰূপ গতি হবে, যদ্যপি আমার নিয়োজিত আবাসে আপনি পদার্পণ করেন, তা হলেই আমি । তথায় যাই, নতুবা অনশনে এই স্থানে থাকবে, তত্ৰাচ কোন ক্রমেই আপনার দৃষ্টি বহির্ভাগে যাব না। কাদ। মহাভাগ ! আমাদের সহবাস যদ্যপি আপনার এতাদৃশ বাঞ্ছনীয় হয়, তা হলে আপনি কখনই তাঁহাতে বঞ্চিত হবেন না। আমার গৃহে যখন আপনি অতিথি হয়েছেন, তখন কোন বিষয়ের কারণই আপনাকে বেদন পেতে হবে না, আপনি সখীগণ সমভিব্যাহারে যান, প্রিয়সখী প্রত্যাগতা হলে আমরা আপনার মন্দিরে যাব । চন্দ্র । এতাদৃশ সানুগ্রহে আমিও কৃতকৃতাৰ্থ হবো । এসো , সখিগণ । আমায় কোথা নে যাবে চল । কতিপয় সখী। রাজকুমার! আমাদের পশ্চাতে আসুন। সখীগণ সহ চন্দ্রাপীড়ের প্রস্থান । কাদ। (বক্ষে হস্ত দিয়া ) হৃদয়! তুমি আজ এমন হলে কেন? তোমার কি এ সময়ে এৰূপ হওয়া উচিত ? তুমি না সৰ্ব্ব গুরুজন সমক্ষে প্রতিশ্রুত হয়েছ যে, যতকাল মহাশ্বেতা বৈধব্য যন্ত্রণ হতে না বিমুক্ত হন, তত দিন আর তুমি অলীক সাংসারিক সুখ বাসন করবে না? তবে অপরিচিত রাজকুমারকে দেখে এমন চিত্ত বিকৃত হলে কেন ? তোমার এৰূপ ভাব দর্শনে অন্যে কি বল্বে ? প্রিয়সখীই বা কি ভাববেন ? ছিঃ! ছি! অবলা কুলকামিনীর এতদূর ր — կ->

  • -c >> の2ー

>ーl○l2co.b