পাতা:কাদম্বরী নাটক.djvu/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক । প্রথম গভর্ণঙ্ক । سستجچچیختینستانی کی قسمـ--~ দুশ্য । উজ্জয়িনী,—রাজবাটী—অন্তঃপুর। ( বিলাসবর্তী ও তারাপীড় আসীন ) বিলা । মহারাজ ! আমি অবলা, আমায় এত কেমন করে সহ হবে ? চন্দ্রপীড় আমার কত দুঃখের ধন, তা মনে করে দেখুন দেখি, কত যাগ যজ্ঞ হোম তপস্যা, অতিথি শুশ্রুষা প্রভৃতি নানা প্রকার পুণ্যাহ কার্য্যের অনুষ্ঠান করে, ঐ হৃদয় রতনকে প্রাপ্ত হয়েছি। আপনি স্বচ্ছন্দে কি না সেই আঁখি তারাকে দিগ্বিজয় করতে পাঠালেন । এইটে কি বাপের কায ? দশ মাস দশ দিন যদি উদরে ধারণ করতে হতো, তা হলে আর কখনই এমন নৃশংস কায করতে পারতেন না। প্রাণাধিক পুত্রের বিরহে জীবন ধারণ করা অপেক্ষা মরণ শ্রেয়স্কর । তারা। মহিষি ! তুমি স্নেহবশে আত্ম-বিস্মৃত, তাই এৰূপ আমার উপর মিথ্যা অনুযোগ কচ্ছে । আমি তো তোমার চিত্ত চঞ্চলতা দেখেই বিগত কল্য পুত্রের রাজধানীতে প্রত্যাগমনের কারণ স্কন্ধাবারে লোক প্রেরণ করেছি, তিনি আমার পত্র প্রাপ্ত মাত্রেই বোধ হয় সহস্ৰ কাৰ্য্য পরিত্যাগ করেও আসবেন, তার সংশয় মাই।