পাতা:কাদম্বরী নাটক.djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাদম্বরী নাটক। 3 কেয়ু আমি একথা বলতে আরো মৃদুঃখিত হলেম যে, তিনি মৃগয়ার্থে চন্দ্রপ্রভ-সন্নিদ্ধ বনে গিয়ে সেখান হতে আর পুনঃ গমন করেন নাই। তিনি তাপস-বেশ ধারণ করে অচ্ছেদ সরোবরের নিকট আছেন। চন্দ্র। এ কিৰূপ ? আমি তো এর কিছুই বুঝতে পারলেম না ? কেয়ুরক! তুমি হেমকুটে তুরায় প্রত্যাগমন করে গন্ধৰ্ব্বকুমারীকে অনুনয় করে বলে যে, অচ্ছেদ-সরোবরের সন্নিদ্ধ বনস্থলিতে বয়স্তের অনুসন্ধান করে, দেবী মহাশ্বেতার সহ তুরায় হেমকুটে যাব। কেয়ু। আপনার আজ্ঞা শিরোধাৰ্য্য। - সঙ্গীগণ সহ কেয়ূরকের প্রস্থান। চন্দ্র। (স্বগতঃ) আমার বিরহে কাদম্বরী মৃচ্ছৰ্গপন্ন ও অনশনে আছেন—মৈত্র, তাপস হয়েছেন ও মৌনত্রতে আছেন—বিপদ, যেন শীতকালের কুঙ্কটিকার ন্যায় আমায় চারিদিগে বেষ্টন করছে। আমি তো আর এক দণ্ডও এস্থানে অবস্থান করতে পারি না,—পিতা মাতার নিকট বিদায় গ্রহণ করে, অচ্ছেদ সরোবরে অগ্রে যাই, তার পর দেখি কিসে হয় । প্রস্থান ;