পাতা:কাদম্বরী নাটক.djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক প্রথম গর্ভাঙ্ক । দুশ্য। অচ্ছেদ-সরোবরুসন্নিদ্ধ শশাঙ্কশেখরের মন্দির । (পরিচারকগণ সহকারে বৈশম্পায়নের প্রবেশ ) জনেক পরি। দেব ! উজ্জয়িনী যাবার বক্স পরিত্যাগ করে আপনি যে বিপথে এলেন;–চলুন প্রত্যাবর্তন করে, সুবর্ণপুর দিয়ে যাত্রা করি। আমাদের অকিঞ্চিৎকর বিলম্ব দর্শনে সেখানে পরিজনগণ ও রাজকুমার পর্যন্ত চিন্তিত হতে পারেন। বৈশ। দেখ,পরিচারকগণ! আমি স্বেচ্ছাক্রমে এ পথে আসি নাই, শৈশবাবধি শ্রুত আছি যে, কৈলাস-পৰ্ব্বত-সন্নিদ্ধ উপবন ও তন্মধ্যস্থ অচ্ছেদ-সরোবর সাতিশয় পুণ্য স্থান, ঐ দেখ সেই রজত পৰ্ব্বত ভীষণ উৰ্দ্ধ-শিখর বিস্তার করিয়া গগণমণ্ডল পর্যন্ত স্পর্শ করতে উদ্যত হয়েছে, এবং এই দেব-মন্দির দেবাদিদেব শশাঙ্কশেখরের বাসস্থান, সম্মুখে ঐ দেখ নিৰ্ম্মল বারি, বিকশিত কুমুদ কঙ্কারবিশিষ্ট মনোহর সরসী, রমণীয় তীরভূমিতে চারিদিকে পুষ্পোদান ও লতাকুঞ্জে স্কুর্যের কিরণ পর্যন্ত অবরোধ করে, যেন বসন্ত ঋতু স্বয়ং দিবানিশি এস্থলে বিরাজ করছেন। আহা ! বোধ হয় এমন নয়ন-চিত্তরঞ্জন-কর স্থান আর ধরাতলে দ্বিতীয় নাই। (অগ্রসর হইয়া) তাই তো এ লতামগুপট যে সাতিশয় রমণীয়। হাঃ ! একি ? আমার হৃদয় সহসা এৰূপ অদ্ভুত ভাবে পরিণত হলো কেন ? আমার বোধ হচ্ছে, যেন পূৰ্ব্বে এস্থান আমি কখন দেখে থাকবে, নতুবা এ স্থান