পাতা:কাদম্বরী নাটক.djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sy কাদম্বরী নাটক । তেন ? যথার্থ মনোভাব গোপন করে, এৰূপ কাৰ্য্য করা সাতিশয় নিন্দনীয় হয়েছে। তর। দেবি । পুরুষের রীতিই ঐৰূপ, শুদ্ধ তিনি বলে কেন, কামিনীগণ না বুঝে সহসা পরাধিনী হয়। রাগিণী বিবিটি —তাল আড়া । নিদাৰুণ পুৰুষ অতি, বিধির সৃজন। অবল সরলা নারী, করিবারে জ্বালাতন। প্রথমে সুমিষ্ট কয়ে মন ধন হরে নিয়ে, বিচ্ছেদ নীরে ফেলিয়ে, করে পলায়ন। না বুঝে পুৰুষ মন, আগে নারী দেয় মন, মানে না কোন বারণ, বিধির লিখন ॥ মহা । তরলিকে! আর ও সকল বিষয় আলোচনায় অবিশ্বক নাই। তর। দেবি । আমাদের আশ্রমের দিকে কে যেন আসছে ? মহ। হেমকূট হতে কি কোন পরিচিত ব্যক্তি ? তর। না, ব্রাহ্মণ কুমার—এই আগতপ্রায়, অধোমুখে যেন কোন প্ৰণষ্ট বস্তুর অন্বেষণে নিমগ্ন,— (বৈশম্পায়নের প্রবেশ ) মহ। মহাশয়! আপনি কে ? কি অভিপ্রায়ে এই বীজন অটবী মধ্যে অভিসার করেছেন ? ব্যক্ত করুন, যদি আপনার কোন সাহায্য করতে সক্ষম হই,—