পাতা:কাদম্বরী নাটক.djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 কাদম্বরী নাটক। মহ। কোথা হতে ও বাভুলটা আমাকে বিরক্ত করতে এসে . ছিল? আর না প্রত্যাবর্তন করলে হয়। তর। দেবি । আর সে শঙ্কা করবেন না, ও কখনই আমাদের, নিকট আর আস্বে না । মহা । সে যা হোক, তরলিকে ! তুই আমায় ব্যজন কর, • আমি এই শীলাতলে ক্ষণকাল নিদ্রা যাই। গ্রীষ্মের উত্তাপে আর আশ্রম মধ্যে প্রকৃষ্ট হবার উপায় নাই—আর রজনীও সমধিক হয়েছে। (মহাশ্বেতার শয়ন ও তরলিকার ব্যজন ) তর। আচ্ছা দেবী, আপনি স্বচ্ছন্দে শয়ন করুন, আমি প্রহরী রইলেম । (আকাশে দৃষ্টি করিয়া) হে নিশানাথ সুধাকর! আর দেবীর দুঃখ দেখা যায়ন, ভূরায় ওঁর মনোরথকে প্রত্যপণ করে । অবলার জীবন দান করুন। - রাগিণী বেহাগ।—তাল আড়াঠেকা । ওহে নিশাপতি তুমি হয়ে সকৰুণ। তাপিত সখীর মন, দুঃখ কর নিবারণ। তব বচন আশ্বাসে, কাননে সে জন বসে, যেন বধিও না শেষে, অবলা জীবন। সরমে মরম বাণী, বলিতে নারে কামিনী, মণিহারা যেন ফণি, বিষাদে মগন ;– ষোড়করে তারাপতি, তোমারে করি মিনতি, মিলাইয়ে প্রাণপতি, কর দুঃখ বিমোচন ॥ "