পাতা:কাদম্বরী নাটক.djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& কদম্বরী নাটক । রেখে যেতেন, তার কোন সংশয় নাই। আমার বোধ হয় তিনি কখনই গন্ধৰ্ব্ব নগরে অনাহুত যাবেন না,—সুবর্ণপুরেও অবশ্য কোন লিপি রেখে যেতেন, কিম্বা হেস ট যাবার মানস পরিচারকগণের নিকট প্রকাশ করতেন। মেঘ। যথার্থ, পত্ৰলেখা অতি বিহিত কথা বলেছে ; সচিবাত্মজ যখন তাদৃশাবস্থায় পরিচারকগণদ্বারা পরিত্যক্ত হয়ে এই স্থানেই ছিলেন, তখন কখনই তিনি হেমকূটে যান নাই। চন্দ্র। তবে চল, আমরা দেবী মহাশ্বেতার আশ্রমে যাই, তা হলে অবশ্য বন্ধুর সংবাদ পেতে পারবে, যদি বরিষা সমাগমে পথ পরিপ্লুত হওয়াতে তার আশ্রমেই তিনি থাকেন ? বিশেষতঃ আমার প্রিয়বয়স্য জ্ঞানে দেবীও তার যথাবিধি অভ্যর্থনা করতে পারেন ; অতএব এৰূপ বৃথা পর্যটন করা অপেক্ষা চল, সকলে তার নিকটে যাই । - - পত্র। ঐ তো দেবী মহাশ্বেতার আশ্রম-ইন্দ্র যুদ্ধকে এই সরোবর সন্নিধানে বন্ধন করে, আপনি অগ্রসর হেন্‌, আমরা পশ্চাতে যাচ্ছি। চন্দ্র । হাঃ ! একি, আমি তো দেবীর আশ্রমের সন্নিকট এসেছি, এই তো এলেম ;– (পরিক্রমণ ও মহাশ্বেতার সম্মুখে উপস্থিত । হাঃ ! একি ? দেবী গণ্ডদেশে কর রাখিয়া অধোমুখে কেন ? কোন আত্মীয়ের কি অত্যাহিত ঘটনা হয়েছে? না দেব পুণ্ডরকের পুনজীবিতের বিষয়, কোন দৈব ব্যাঘাত হয়েছে ? দেবি ! সাল্লুগ্রহ পূৰ্ব্বক সত্য মনোভাব ব্যক্ত করুন। অরলিকে! না হয় তুমি বল যে, যিনি বরিষার প্রচণ্ড জলদনিঃশন, ঝঞ্জাবাত, ক্ষণপ্রভা সংযোগে