পাতা:কাদম্বরী নাটক.djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাদম্বরী নাটক । (ts শনি-নিৰ্ঘোষ পর্যন্ত তুচ্ছ জ্ঞান করে তপস্যায় নিযুক্ত থাকেন, সেই দেবকম্য। আজ কি জন্য অজস্র অশ্রুপাত করে ধরাতল সিক্ত করছেন ? হেমকুটে কি কোন অশিব ঘটনা হয়েছে, না এ অভূত খেদের অন্য কোন কারণ আছে ? তুরায় প্রকাশে আমার ক্ষোভার্থ অন্তঃকরণ তৃপ্ত কর ; একে বয়স্য অনুসন্ধানে সাতিশয় উদ্বিগ্ন আছি, তার উপরে দেবীর এ অবস্থা দর্শনে অক্ষম । মহ। (দীৰ্ঘনিশ্বাস পরিত্যাগান্তর) রাজকুমার! প্রথমে দিগ্নিজয়ে এসে সুবর্ণপুর হতে মৃগয়ার্থে কিন্নরুমিথুনের অনুসরণে, এই অভাগিনীর আশ্রমে উপস্থিত হয়েছিলেন, সে সময় আগ্ৰহত সহকারে সমাদৃত করে, আপনাকে কৃতকৃতাৰ্থ জ্ঞান করেছিলেম, আহা ! সে সময়ের সহ অদ্যকার ব্যাপার তুলনা করে দেখলে কি ভীষণ বিপরীতাবস্থা প্রত্যক্ষ হয় ? চনা । দেবি ! আমি যদি অজ্ঞাতসারে আপনার এ বৰ্ত্তমান দুঃখের কারণ হয়ে থাকি, তা হলে এই দণ্ডেই কর্দম নিৰ্ম্মিত দেহ পতন করে,সে মহাপাপের সমুচিত প্রায়শ্চিত্ত করতে প্রস্তুত আছি,— আপনি স্নেহবশে যদ্যপি না প্রকাশ করেন, তা হলে আমি যে প্রকারেই হউক, এ রহস্য ভেদ করে, তাঁর সমুচিত প্রতিবিধান করবো। মহা । উঃ! হৃদয় এখনো বিদীর্ণ হলিনে ? রাজকুমার! স্থির হউন, আমি আপনাকে কোন অত্যাহিতের কারণ বলে নির্দেশ করিনে ; বরঞ্চ হংসকুমারী, পাশুবত ব্ৰতাবলম্বিনী, আজ আপনার কৃপা পাত্রী, আমিই আপনার অত্যাহিতের কারণ। চন্দ্র। দেবি ! আমি প্রতিজ্ঞা করছি যে,— মহ। রাজকুমার। অজ্ঞানবস্থায় কোন বিষয়ে প্রতিজ্ঞ করা উচিত নয় ।