পাতা:কাদম্বরী নাটক.djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাদম্বরী নাটক। । 位创 উজ্জয়িনী প্রত্যাগমন করতে পারবো না, অনশনে বনবাসে প্রাণ পরিত্যাগ করবে, সেও শ্রেয়, তত্ৰাচ আপনায় পরিত্যাগ করে যাব না। একবার উঠে আমাদের সহ কথা কউন ; আমরা আর কিছুই চাই না। মহিষীর মুখ মনে পড়লে আমি আর স্থির থাকতে পারি না । তর। দেবি ! পত্ৰলেখা ও অন্যান্য সহচরীগণ সহকারে দেবী কাদম্বরী দ্রুতপদে আমাদের আশ্রমের দিকে আস্ছেন। মহ। হা সখি ! এই হতভাগিনী তোমার এতাদৃশ দুঃখের কারণ ; ৷ আমিই যে সকলের এতদূর অত্যাহিতের কারণ হবে, তা স্বপ্নে । জানলেও, কখনই এ জীবন রাখতেম না ;–আমি কাদম্বরীকে কি বলে শান্ত করবে,—লজ্জায় কি করে তার সহ যে কথা কব, এই আমার ভাবনা হচ্ছে । ( মদলেখা ও অন্যান্য সখীগণ সহকারে কাদম্বরীর অন্যদিকে প্রবেশ ) কাদ। মদলেখে। তিনি যখন হেমকূট হতে, কোন সংবাদ না দিয়ে উজ্জয়িনী যাত্র করেছিলেন, তখন কি তুমি মনে কর যে, তিনি সখী মহাশ্বেতার আশ্রমে এসেছেন? কখনই না, ওটা শুদ্ধ আমাদের প্রবোধের জন্য বলে পাঠিয়েছেন, তার কথায় আমার আর প্রত্যয় নাই। মদ । প্রিয়সখি! তুমি কদাচ তাকে প্রতারক বলে নির্দেশ করে।' না; তিনি অবশ্য বিশেষ কারণ ব্যতীত কখনই এৰূপ কাৰ্য্য কর ಕಾ । যা হোক, ঐ তো দেবী মহাশ্বেতার আশ্রম।