পাতা:কাদম্বরী নাটক.djvu/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ß y. কদম্বরী নাটক। ( পরিক্রমণ ও মহাশ্বেতার সমীপে উপস্থিত ) কাদ। মদলেখা! এ কি ৰূপ? উজ্জয়িনী রাজকুমারের অনেক সহচরগণও উপস্থিত ? হাঃ মেঘনাদ! তরলিকে ! সখী মহাশ্বেতে! একি ? আমার আগমনে কি তোমরা এমনি অসন্তুষ্ট হয়েছ যে, আমার সহ কথাও কৈলে না ? আমি কাহার কি অত্যাহিত করেছি, যে, তজ্জন্য আমার প্রাণের সখী পর্য্যন্ত আমার উপর নিরুত্তরে থেকে বিষাদ প্রকাশ করছেন। (সকলের নীরবে রোদন ) মদ। ভদ্ভুদারিকে! দেবী মহাশ্বেত, তরলিক ও অন্যান্য উপস্থিত রাজকুমারের পরিচারকগণের মলিন বদন ও অশ্রুপূর্ণ লোচন দেখে আমার হৃদয় যেন কোন অভুত শোকে পরিণত হচ্ছে। আমার বোধ হচ্ছে, যেন আমরা শুদ্ধ এস্থানে এসে, কেন অলক্ষিত ভাবে জড়িত হয়ে আসছি। কাদ। মদলেখে! তোর কথাতে আমার হৃদয়ও স্তম্ভিত হলে, •(অগ্রসর হইয়া ) প্রিয়সর্থী মহাশ্বেতে ! কি হয়েছে বল, তোমার এৰূপ তুষ্টিস্তাব দর্শনে আমার প্রাণ বহির্গত হচ্ছে। নেপথ্যে। হা বিধাতঃ ! তোর মনে এই ছিল ? কাদ। ও কি ? ( পশ্চাতে দেখিয়া ) মদলেখে ! দেখ, দেখ, আমার বুঝি সৰ্ব্বনাশ হয়েছে,—হ নাথ! এ অভাগিনীকে কোথায় রেখে গেলে,—হৃদয় এখনও বিদীর্ণ হলিনে ? হাঃ ! ( পতন ও মৃচ্ছ1) মদ। ওমা উনি মুচ্ছ গেলেন কেন ? (চন্দ্রাপীড়ের মৃতদেহ দেখিয়া) হ ছুরদুষ্ট! একি? উজ্জয়িনী রাজকুমারের যে হৃদয় বিদারিত হয়েছে ? হায়! হায়! তবে বুঝি প্রিয়সখীকে এবারে হারালেম ?