পাতা:কাদম্বরী নাটক.djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কদম্বরী নাটক । ¢१ মহা । হা সখী কাদম্বরি! এই অভাগিনী হতেই তোমার এতদূর অত্যাহিত ঘটনা হলো। মদ। হা ভৰ্ভুদারিকে! দেবী মদিরা ও গন্ধৰ্ব্বরাজের ভূমিই একমাত্র আস্পদের পাত্রী, তোমার অহিত হলে যে গন্ধৰ্ব্ব নগর সমস্ত একেবারে শোকসাগরে নিমগ্ন হবে,—আর তা হলে আমি তো এ জীবন সত্বে কখনই হেমকুটে প্রত্যাগমন করতে পারব না। মই! একবার উঠে তোমার মদলেখার সহ কথা কও । রাগিণী পরজ।--তাল কাওয়ালী সই করে ধরি, উঠ তেজি ধরাশন । তোমার এ গতি ছেরি, হৃদি হয় বিদারণ ৷ হায় ২ কি হইল, কে ছেন বাদ সাধিল, অবল সরল বালার, হরিল প্রাণের ধন । হয় রে দাৰুণ বিধি, এই কি তোমার বিধি, কোন প্রাণে ও রত্ননিধি; দিলি বিসর্জন ৷ কাদ। (মুচ্ছ পিনোদনে) কৈ নাথ! কোথায় তুমি ? মদ। সই! স্থির হও, অতদূর অধৈর্য্য হলে কোন ফল নাই, বরং অনিষ্ট হবার সম্ভাবনা । z কাদ। মদলেখে! তুই কি পাগল, প্রাণনাথের অভাবে আমার আবার কি অনিষ্টে ভয় আছে ? আর তোরা যে আমার প্রাণের আশঙ্কা করছি, তাতে কোন আবশ্যক নাই—নাথের এতাদৃশবস্থ৷ সনদর্শন মাত্রেই যখন আমার প্রাণ বহির্গত হয় নাই, তখন আর জ