পাতা:কাদম্বরী নাটক.djvu/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ரே , কাদম্বরী নাটক ! আমার ভয় কি? লৌহে নিৰ্ম্মিত হলেও বিদারিত হতে, কিন্তু আমার বক্ষস্থল তার অপেক্ষাও কঠিন ধাতুতে নিৰ্ম্মিত, নতুবা এখন দেহে জীবন রয়েছে ? রাগিণী বসন্ত বাহার।--তাল আড়াঠেকা ॥ শত থিক তোরে ছি ছি, ওরে পাপ প্রাণ । এখন দেহে কেমনে, করিডেছ অবস্থান ৷ হেরি মার চন্দ্রনিন, হরিষে হতে মগন, আীরে রে নিলজ এখন, ভাবনা কোথ। সেজন | যে বদনে অনুক্ষণ, ক্ষরিত সুধা বচন, সেমুখ মুদিত, স্পন্দছীন সে বয়ান ॥ মহা । (কাদম্বরীর গলে হস্ত দিয়া ) হা সখী কাদম্বরি! আমিই তোমার এই অত্যাহিতের কারণ হলেম ? হায়২ ! আগ্রে যদি জান্থতেমযে, আমি এতদূর ভীষণ ব্যাপারের মূল হবে, তাহলে দেব পুণ্ডরীকের আশায় কখনই এতাবৎকাল জীবিত থাকতেমন, আর উজ্জয়িনীরাজকুমারকে হেমকুটে নিয়ে গিয়ে তোমারও জীবনকে তিক্ত করতেম না; হয় সখি ! হিতে যে বিধাতা এতাদৃশ ফল দেবেন, তা জানলে কি আর কুমার বয়স্য বৈশম্পায়নকে অতদূর ভীষণ অভিসম্পতি দি ? কখনই না । - মদ। দেবি ! আমাদের অদৃষ্টে কষ্ট বিধাতা নিবন্ধন,—নতুবা আপনার দ্বারা প্রিয়সর্থীর অনিষ্টের সম্ভাবনা কি ? সকলি আপন২ কৰ্ম্মফল ভোগ । কাদ। মহাশ্বেতে । বিধাতা আমায় অনাথ করলেন, তোমার তাতে কণামাত্র দোষ নাই, সমস্তই আমার অদৃষ্টের লিখল,-অকি