পাতা:কাদম্বরী নাটক.djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- रुनिश्शैौ नौक। ്; ঞ্চিৎকর শোকে বা দুঃখে মৃেহিত হয়ে বৃথা কলহরণ করায় কোন ফল নাই,--যাহাতে সকল ধৰ্ম্ম ও করণীয় কার্য্য সুচারুক্কপে পরিশেষ হয়, সেই বিষয়ের একটী অনুরোধ আমার তোমার নিকট আছে | মহা । কাদম্বরি ! যে অভাগিনী হতে তোমার এতাদৃশ দুঃখ শোকের মূল রোপিত করা হয়েছে, তখন আবার সেই কলঙ্কিনীর নিকট তোমার কি অনুরোধ আছে ? কাদ। সখি! আমি অবোধ বালিকানই যে, অকারণে তোমায় তামার এতাদৃশ অত্যাহিতের পাত্রী বলে উল্লেখ করবে, যাতে আমার এই পৃথিবীর, সমস্ত করণীয় কাৰ্য্যগুলি হয়, সেই গুলি তুমি আমার বিনিময়ে পূর্ণ করে, এই মাত্র আমার অনুরোধ। মহা । হা বিধাতঃ ! তোর মনে এই ছিল? আচ্ছা সই! কি অনুরোধ আছে বল দেখি । কাদ। সখি! তুমি দেববাক্যে নির্ভর করে জীবস্মৃত হয়ে অসংখ্য কষ্টেও জীবন ধারণ করছ,কিন্তু অভাগিনীর সে আশাও নাই, আমার মৃত্যুর পর যাহাতে পিতা মাতা আমার বিরহে শোক সন্তপ্ত হয়ে না প্রাণ পরিত্যাগ করে, সেইটা তুমি করে। বাসভবন শোকনিময়, দেখেযেন দাস দাসীগণ কর্তৃক পরিত্যক্ত হয়ে, শ্মশানের ন্যায় না হয়, আমার পালিত পশুপক্ষী অন্যান্য জন্তু সমস্ত বনে প্রেরণ করে দিও। আর মদলেখে ! আমার অঙ্গের সমস্ত অলঙ্কার কোন ব্রাহ্মণ পত্নীকে প্রদান করো ? - মদ। হাসখি! তোমার বিরহে কেহই জীবিত থাকবে না,তোমার এ দেহ কি করে ধুলি ধূসরিত করে তপস্যায় নিযুক্ত হবে? তাকখন হতে দেবেন।