পাতা:কাদম্বরী নাটক.djvu/৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

} কাদম্বরী নাটক । శ్రీ নাকি ? কি আশ্চর্য্য ! আজি আমি স্বপ্ন কপিতের ন্যায় অসম্ভাবিত ও অনিশ্চিত কতবিষয় যদর্শন করছি, তা অবক্তব্য! কিন্নর মিথুনের অনুসরণে এসে কত প্রকার ভয়ঙ্কর ও সুদৃশ্য পদার্থ দৃষ্টি করলেম, তা বলা যায় না। চুমুকাকর্ষণে লৌহপিণ্ডের ন্যায়, সঙ্গীত ধুনির অনুসরণ করে মন্দির দ্বারে উপস্থিত হয়ে কি আশ্চৰ্য্য ব্যাপার নয়ন গোচর হলো ? সঙ্গীতকারিণীর তাপসী বেশ, পাশুপত ব্রতধারিণী নিরহঙ্কার অমানুষ কৃতি ! এমন হিংস্ৰক জন্তু সমাকীর্ণ জনশূন্য অটবী মধ্যে একাকিনী বিরাজমানা! পৃথিবীমণ্ডলে কি চঞ্চল সৌদামিনীর লীলা মনসে অভিসার সম্ভব? নতুবা ঈদৃশ তেজ ও ৰূপরাশি কুত্ৰাপি এক স্থানে সংযত দেখা যায় না। যাহাই হোক, আমি যেমন পথ ভ্ৰমে এই স্থানে এসেছি, তেমনি যদ্যপি এই কামিনীরত্ব কোন ৰূপ ঐন্দ্রজালিক বিদ্যা প্রভাবে আমার দৃষ্টি পথের বহির্ভূত না হন, চন্দ্রপ্রভাশিখরে বা গগণমণ্ডলে আরোহণ করে সহসা আপনার অমানুষিক লাবণ্য না লুকায়িত করেন, তাছ হইলে আমি, উনি কি অভিপ্রায়ে এৰূপ তরুণু বয়ক্রমে ইন্দ্রিয় সুখে জলাঞ্জলি দিয়ে তপস্বিনী হয়েছেন, তার কারণ অবশ্যই জাম্ব । যাহা হউক, আমি কখনই ওঁর নিকট গমন করে ওর তপস্তার কোন প্রতিবন্ধকতা প্রদান করবেন। —উপযাচক হয়ে কোন বিষয় জানতে ঔৎসুক্য প্রকাশ করবে না। দেখি উনি আমাকে অপরিচিত ও আগন্তুক দেখে সম্ভাষণ করেন কি না,— (মন্দিরাভ্যন্তর হইতে মহাশ্বেতার প্রবেশ ) মহ। আপনি কে মহাশয় ? তুরায় আত্ম পরিচয় প্রদান । করে চরিতার্থকরুন,—কি যদ্যপি বহুদূর পরিভ্রমণান্তর ক্লান্ত হয়ে । থাকেন, তা হলে অগ্রে এই শীলাতলে উপবেশন করে শ্রাপ্তি