পাতা:কাদম্বরী নাটক.djvu/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কদম্বরী নাটক । స్త్రీ* এব তুমি ত্বরায় একবার হেমকুটে যাও, আমার প্রণাম জ্ঞাত কোরে তাদের সমস্ত আনুপূৰ্ব্বিক বোলে এবং আমার এস্থলে অবস্থান করবার বিষয় অনুমতি নিয়ে, আবার ত্বরায় আমায় ংবাদ দিও, এই অনুরোধটা আমার পালন কর । মদ। দেবি ! আমি আপনার একজন সামান্য সেবিক মাত্র, আপনি সে বিষয় অনুমতি কোরলেই হয়, তাতে আবার অনুনয় কেন ? আমি এই মুহূৰ্ত্ত মাত্র হেমকুটে যাত্রা কোরলেম, আপনি নিশ্চিন্তভাবে থাকুন,—আমি তাদের বিশেষরূপে প্রবোধ দিয়ে আসবো । [ প্রস্থান । মহ । সখী কাদম্বরি! স্বর্ণ প্রাসাদ পরিত্যাগ কোরে, হীরা মাণিক্য খচিত অলঙ্কার হীন তাপসীর ন্যায় তুমি যে এতদূর কষ্ট স্বীকার কোরে কলাতীত কোৰ্বতে পাৰ্ব্বে এ অামার বিশ্বাস ছিল ন|9– হয় ! আমার ন্যায় তোমাকে দিবার ত্র ধূলি ধূসরিত হোয়ে থাকতে হলো, এ আমার বড় ভুঃখের বিষয় । কাদ। সখি ! কামিনীর প্রধান আম্পদের পাত্র স্বামী, —পতি সেবা ব্যতীত সতীর আর জগৎ সংসারে প্রার্থনীয় বিষয় কি আছে ? তা আমি যখন সেই রত্ন পেয়েছি, তখন কি সীমান্য অনিত্য সুখেচ্ছায় সে রত্বে অবহেলা কর আমার কৰ্ম্ম ? . . . রাগিণী খাম্বাজ-জংলী । তাল কর্ণওয়ালী । পতি বিনে সতীর কি, এ ভুবনে আছে ধন । । সে ধন ছাড়িয়ে আর, কারে করিব যতন।।