পাতা:কাদম্বরী (কিশোরপাঠ্য).djvu/১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাদম্বরী গুণেও সকলেব চেয়ে বড়। তাই আমাদের প্রভূকন্ত। পার্থীটিকে আপনাব চরণে সমর্পণ কবিতে চাহেন। আপনি দয়া করিয়া গ্রহণ কবিলে ইনি কৃতাৰ্থ হইবেন। বুদ্ধের কথা শেষ হইতেই খাচার ভিতরের শুকপাখীটি ডান পা উঠাইয়। ‘মহারাজের জয় হউক বলিয়া বাজাকে অভিবাদন করিল। নাপার দেখিয বাজা ও সভাসদগণেব বিস্ময়ের সীমা রহিল না । নানা আলোচনাব পব সভাভঙ্গেব সময় কক্টল । রাজা একজন পরিচারিকাকে চণ্ডাল-কন্ত ও তাহার সঙ্গীদেব বিশ্রাম ও খাওয়া-দাওয়াব ব্যবস্থা কবিতে আদেশ দিলেন । বৈশম্পায়নকে অন্তঃপুরে নিয়া স্নানাঙ্গার করাইবার ভাব অপব এক পরিচারিকার উপর দেওয়৷ হইল । সভাভঙ্গের পর রাজা অন্তঃপুরে চলিয়া গেলেন । স্নান, পূজা ও আহারাদির পর বাজ বিশ্রাম কক্ষে গিয়া বৈশম্পায়নকে আনিতে আদেশ দিলেন । এক দাসী বৈশম্পয়নকে লইয়া আসিল । রাজা শুকপার্থীকে বলিলেন : পাখী হইয়াও তুমি কিরূপে মানুষের মতই গুণবান হইয়াছ, সে-কথা শুনিতে আমার বড়ষ্ট ইচ্ছা হইয়াছে । তোমার জীবনের কথা আমাকে বলিলে খুব খুশী হইব। রাজার আগ্রহ দেখিয়া বৈশম্পায়ন বলিল ; মহারাজ, . כא