পাতা:কাদম্বরী (কিশোরপাঠ্য).djvu/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

कामचढूँी ঠাটিতেও শিখি নাই, তবু প্রাণের ভয়ে ছুটিলাম । কতবার পড়িলাম, কতবার উঠিলাম, আবার চলিতে লাগিলাম । শেষে এক তমাল গাছের গোড়ায় একটা গৰ্ত্ত দেখিয়া সুেখানে লুকাইয়া রহিলাম। এর মধ্যে ঐ ব্যাধটা গাছ হইতে, নামিল মর পার্থীগুলিকে লতায় বাধিয়া পিঠে ফেলিয়া চলিয়৷ গেল । একে অত উচু হইতে পড়িয়াছি, তাহার উপর প্রাণের ভয় । আমার শরীর যেন অবশ হইয়া আসিতে লাগিল । দারুণ পিপাসায় গলাবুক শুকাইয় গেল। কিন্তু যত দুঃখই আস্থক, জীবনের আশা কেহ ছাড়িতে পারে না । আমিও পারিলাম না । কিন্তু এখন যতই ভt' : ততই মনে হয়, আমার মত হতভাগা আর কে ম আমাকে প্রসব করিয়াই মারা গেলেন । .ে &ব জঞ্জরিত বা দ্ব পিতা কত কষ্টে আমাকে লালন-পাল বলেন, আমাকে রক্ষা করিতে গিয়াই তিনি প্রাণ হারা ন, এক থাকিলে নিশ্চয়ই তিনি নিজের প্রাণ বঁাচাইতে ৱিতেন, শুধু আমার জন্যই পারেন নাই ; অথচ আমি এমনই অধম যে বাবার কথা একবারও না ভাবিয়া নিজে বাঢ়িবার এই ব্যস্ত হইয়। পড়িলাম। আমার মত এত বড় পাষণ্ড আর কে আছে ! মহারাজ ! তখনকার কথা ভাবিলে সত্যই আমার বড় লজ্জা হয়, জীবনে বড় ধিক্কার আসে। .