পাতা:কাদম্বরী (কিশোরপাঠ্য).djvu/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাদম্বরী এক অশোক গাছের নীচে অতি বৃদ্ধ মহর্ষি জীবালি লেতেব আসনে বসিয়া আছেন । অন্যান্য মুনির তাহার চাবিদিকে বসিয়া শাস্ত্রকথা শুনিতেছেন । হরিণীত আমাকে কোলে নিয়াই পিতাকে প্রণাম করিয়া বলিলেন ; স্নানের পথে আমি এই শুক-শাবকটিকে কুড়াইয়া পাইয়াছি ; বোধ হয় গাছ হইতে পড়িয়া গিয়াছিল। W পূত্রের কথায় মহর্ষি জাবালি আমার দিকে চাহিলেন । স্তহার স্নিগ্ধ দৃষ্টিতে আমি পবিত্র হইয় গেলাম। তিনি তামীর দিকে চাহিয়া থাকিয়াই বলিলেন ; এক্ট পক্ষী নিজের দুষ্কর্মের ফল ভোগ কবিতেছে। মহর্ষির কথায় সকলেই অবাক হইলেন । একট। ছোট পার্থী কি এমন দুষ্কৰ্ম্ম কবিতে পারে, যাহার ফলে সে কষ্ট ভুগিতেছে ! তাঙ্গর মহৰ্ষিকে পাখাটির কাহিনী বলিতে অনুরোধ করিলেন । মহর্ষি বলিলেন ; সে তাতি দীর্ঘ কাহিনী । বেলা গিয়াছে, এখন থাক। রাত্রিতে অহারাদির পল বলিব । রীত্রিতে আহারাদি শেষ হইলে তপোবনের সকলে আসিয়া মহর্ষি জাবালির নিকট বসিলেন। মহর্ষি তখন র্তাহাদের কাছে আমার বুত্তাস্তু বলিতে আরম্ভ করিলেন ।