পাতা:কাদম্বরী (কিশোরপাঠ্য).djvu/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাদম্বরী কার্য হইল একমনে দেবতার আরাধনা, অতিথি-ব্রাহ্মণের .সবা, গুরুজনের পরিচর্য্যা । যে যেমন ব্রত-নিয়ম করিতে বলে, অতি কষ্টকর হইলেও তাঁহাই কবেন : গণক দেখিলেই গণাইতে বসেন ; রাত্রে কোন স্বপ্ন দেখিলে বুদ্ধাদেব তাহাব ফলাফল জিজ্ঞাস করেন । দিন যায় । একদিন শেষরাত্রিতে রাজা স্বপ্ন দেখিলেন, বিলাসবর্তী এক প্রকাণ্ড অট্টালিকার উপর তলে শুইয়। আছেন। পূর্ণচন্দ্র র্তাহার মুখে প্রবেশ করিতেছে । স্বপ্ন দেখিয়াই তিনি জাগিয়া উঠিলেন, আৰ ঘুমাইলেন না । সকালে শয্যাত্যাগ কবিয়া রাজা শুকনাসকে ৬াকাইয়। স্বপ্নের কথা বলিলেন । শুকনাস বলিলেন ; মহারাজ, এতদিনে বোধ হয় আমাদের আশা পূর্ণ হইবে । মনে হইতেছে, আমরা খুব শীঘ্রই রাজকুমারের মুখ দেখিব । হামিও শেষরাত্রে এক মজার স্বপ্ন দেখিয়াছি ; দেবতার মত এক সৌম্যমূৰ্ত্তি ব্রাহ্মণ যেন মনোরমার কোলে একটি ফুটন্ত পদ্মফুল ছুড়িয়া দিলেন । শেষরাত্রির স্বপ্ন প্রায়ই বিফল হয় না, মহারাজ । রাজা মন্ত্রীকে লক্টয়া মহিনীর নিকট গেলেন । তুইজনে নিজ নিজ স্বপ্নের কথা রাণীকে বলিলেন । ইহার কিছুদিন পরে রাণী সত্য-সত্যই গর্ভবতী হইলেন । X8