পাতা:কাদম্বরী (কিশোরপাঠ্য).djvu/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাদম্বরী গেল। রাজার অনুমতি লইয়। পরদিন প্রভাতে রাজকুমার শিকার করিতে বাহির হইলেন । সঙ্গে গেল অনেকগুলি শিকারী কুকুর, কয়েকটা শিক্ষিত হাতী, কতকগুলি তেজী ধাড়। আর বহু দক্ষ শিকারী । রাজকুমার অনুচরদের সহিত গভীর বনে গিয়া বহু পশু শিকার করিলেন । বেলাশেষে তিনি রাজভবনে ফিরিয়া আসিলেন । শিকারের আনন্দে সেদিন ও কাটিয়া গেল । কৈলাস রাজ-অন্তঃপুরের এক বৃদ্ধ অল্পচর । পরের দিন সকাল বেলা স্বর্ণালঙ্কার-পরা এক পরম সুন্দরী কুমারীকে লইয়া সে শ্রীমণ্ডপে আসিল । তুই জনেই বিনীত ভাবে রাজকুমারকে তাভিবাদন করিল । কৈলাস কহিল ; রাণী-ম আদেশ করিলেন, এই মেয়েটিকে আপনার সেবার জন্য নিযুক্ত করুন। ইনি কুলুত দেশের রাজার কন্যা, পত্ৰলেখা । কুলুত দেশের রাজধানী জয় করিয়া মহারাজ এই মেয়েটিকে বন্দী করিয়া আনেন । রাণী-মা ইহাকে নিজের মেয়ের মত লালন-পালন করিয়াছেন । রাণী-ম বলিয়া দিলেন, ইহাকে সাধারণ পরিচারিকার মত মনে করবেন না, সখী ও শিষ্যার মত বিশ্বাস করিবেন, রাজকন্যার মত সম্মান দেখাইবেন । এ সত্যই বড় ভাল মেয়ে, এর গুণে আপনি নিশ্চয়ই মুগ্ধ হইবেন । মায়ের আদেশের কথা শুনিয়া কুমার পত্ৰলেখার দিকে ૨8