পাতা:কাদম্বরী (কিশোরপাঠ্য).djvu/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাদম্বরী কোন ফল হয় না । ধনীকে উপদেশ দেয়, এমন লোক খুব কম। পরিষদের তাহার কথায়ই সায় দেয়, প্রতিবাদ করিতে সাহস করে না । যদি কোন সাহসী পারিষদ ভয় না করিয়া প্রভুর কথ। অন্যায় ও অসঙ্গত বলিয়া বুঝাইয় দেয়, প্রভু সে-কথা শোনেই না, আর শুনিলেও তাহাকে অপমান করিয়া তাড়াইয় দেয় । লক্ষ্মীর স্বভাব একবার ভাবিয়া দেখ । কত কষ্ট করিয়া একে লাভ করিতে হয়, কত যত্নে রক্ষা করিতে হয়, তবু কখনও এক স্থানে স্থির হইয়া থাকে না, রূপ গুণ কুল শীল কিছুই বিবেচনা করে না। লক্ষ্মী যাহাকে আশ্রয় করে, সে কুকাজকে মনে করে সুকাজ। মিথ্যা তোষামোদ না করিতে পারিলে ধনীদের কাছে কিছু পাওয়ার আশা করা যায় না । ধনীর তোষামোদকারীকেই সত্যবাদী বলিয়। মনে করে, তার সঙ্গেই আলাপ করে, তাহাকেই সুবিবেচক ও বুদ্ধিমান বলিয়া ভাবে, তার পরামর্শ মতই কাজ করে ; আর যে স্পষ্ট কথা বলিয়া উপদেশ দেয় তাহাকে নিন্দুক বলিয়া অবজ্ঞা করে, কাছেও বসিতে দেয় না । রাজার নিজের চোখে কিছুই দেখিতে পান না, তাই কতকগুলি হতভাগা প্রতারক তাহাদিগকে ঠকাইয়৷ নিজ নিজ স্বার্থসিদ্ধি করিবার সুযোগ খোজে। তুমি ধীর-স্থির, তবু তোমাকে বার বার বলিতেছি, ধন-যৌবনে উন্মত্ত হইয়া રે8