পাতা:কাদম্বরী (কিশোরপাঠ্য).djvu/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাদম্বরী কৰ্ত্তব্য কাজ করিতে বিরত হইও না, চাটুকারের কথায় ভুলিও না । মহারাজের ইচ্ছায় যুবরাজ হইয়া তুমি সৰ্ব্বদা প্ৰজাগণের মঙ্গল সাধন কর । চন্দ্রাপাড় গভীর মনোযোগের সহিত শুকনাসের উপদেশ শুনিলেন । তিনি মনে মনে সেই সকল কথা চিন্তা করিতে করিতে রাজবাড়িতে ফিরিয়৷ আসিলেন । শুভদিনে শুভক্ষণে রাজ্যব1াপী বিরাট সমরোহের মধ্যে রাজকুমারেব অভিষেক হঠল । পবিত্র তীর্থের জলে স্নান করিয়া রাজকুমারের সুন্দর রূপ অপূৰ্ব্ব হইয়া উঠিল। অভিষেকের পর যুবরাজ উজ্জ্বল বসন-ভূষণ পরিয়া রাজসভায় রত্ন-সিংহাসনে বসিলেন । সামন্ত ও অধীন রাজারা সকলে তাহার আনুগত্য স্বীকার করিলেন, লক্ষ লক্ষ স্বর্ণমুদ্র নজর দিলেন । রাজকুমারের অভিষেক উপলক্ষে সপ্তাহকাল বিরাট উৎসবের অনুষ্ঠান হইল । দীন-দুঃখী, অনাথ-অাতুর যে যেখানে ছিল, এই কয়দিন ভূরি ভোজন কবিয়া তৃপ হইল । সকলেই আশাতিরিক্ত দান পাইয়া প্রাণ খুলিয়া রাজকুমারের দীর্ঘজীবন কামনা করিল। অল্প কয়েকদিনের মধ্যেই যুবরাজ রাজ্যে সুশৃঙ্খল শাসন ও স্বনিয়ম স্থাপন করিলেন । তাহার সুশাসনের গুণে প্রজাদের স্থখ-সমৃদ্ধি বাড়িতে লাগিল । রাজপুত্রের হাতে রাজ্যভার দিয়া রাজাও নিশ্চিন্ত মনে দানধান ধৰ্ম্মকৰ্ম্ম করিতে লাগিলেন।