পাতা:কাদম্বরী (কিশোরপাঠ্য).djvu/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাদম্বরী একটা প্রলয় উপস্থিত হইয়াছে । হাতী ঘোড়া ও সৈন্যদলের পায়ের ধূলায় সমস্ত আকাশ একেবারে ঢাকিয় গেল । কতক দূর গিয়া সন্ধ্যার সময়ে সৈন্যদল শিবির স্থাপন করিল ; সকাল বেল। আবার তাহার। চলিতে লাগিল । যাইতে যাইতে বৈশম্পায়ন যুবরাজকে বলিলেন ; কই এমন দেশ বা এমন দুর্গ তো দেখি না, যাহ। মহারাজ জয় ন৷ করিয়াছেন । মহারাজের অসীম বীরত্বের চিহ্ন সকল দেশেই দেখিতেছি । তুই একটি ছোট দেশ, যাহা তখনও জয় করিতে বাকি ছিল, যুবরাজ সেগুলিকে জয় করিলেন। অবশেষে কৈলাস পৰ্ব্বতের কাছে আসিয়া দেখিলেন, সেখানে সুবর্ণপুর নামক এক সুন্দর নগর তখন ও জয় করা হয় নাই। এই সুবর্ণপুরে কিরাত জাতির হেমজট নামে এক শাখ। বাস । করিত । কিরাতরা ছিল সেকালের এক বন্য জাতি। '