পাতা:কাদম্বরী (কিশোরপাঠ্য).djvu/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাদম্বরী রাজকুমার ইহাদের সহজেই পরাজিত করিয়া সুবর্ণপুর দখল করিলেন । এই দীর্ঘ দিগ্বিজয়ের অভিযানে তাহার সৈন্ত্যের বড়ষ্ট পরিশ্রাস্ত হইয়াছিল । তিনি সৈন্যদিগকে সুবর্ণপুরে বিশ্রাম করিতে আদেশ দিলেন, নিজেও সেখানে বিশ্রাম করিতে লাগিলেন । একদিন রাজকুমার স্বর্ণপুরের নিকটবৰ্ত্তী পাৰ্ব্বত্য বনে শিকার করিতে বাহির হইলেন । কিছু দূরে গিয়া দেখিলেন, এক কিন্নর ও কিন্নরা ঘুরিয়া বেড়াইতেছে । কিন্নররা ছিল দেবতাদের গায়ক ; ইহারা না দেবতা, ন মানুষ। যুদ্ধবাজ জীবনেও কিন্নর দেখেন নাই । সুতরাং কৌতুক ভরে তিনি তাহণদের দিকে ঘোড চালাইলেন, কিন্তু কিছুতেই উহাদের ধরিতে পাবিলেন না । উহারা আঁকাবাক পথে ছুটিয়া পাহাড়ের চূড়ায় কোথায় লুকাইয়া গেল । রাজকুমার কিন্নর ধরিবার আশায় এতক্ষণ দিগ বিদিক্‌ জ্ঞানশূন্ত হইয়া ছটিয়াছেন । এখন সেই জনমানবশূন্ত গভীর বনে পথ হারাইয়া বিপাকে পড়িলেন । এদিকে বেলা দুই প্রহর গড়াইয়া যায়। কুমার পিপাসায় কাতর, জলাশয়ের আশায় বনপথ ধরিয়া ধীরে ধীরে চলিতে থাকেন । পথের তুই দিকে বড় বড় গাছ । চারিদিকে ডালপাল। ছড়ান । স্থানে স্থানে পুঞ্জবন, তার মধ্যে छैञ्जल ও মসৃণ २ b’