পাতা:কাদম্বরী (কিশোরপাঠ্য).djvu/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাদম্বরী অামি স্নান কবিয়া মায়ের সঙ্গে চলিয়া আসিলাম । সদিন আমাৰ যেন কি হইল, আমি মুহূন্তেব জগৎ মুনিকুমারের কথা তুলিতে পারিলাম না । 鲁 বেলা শেষ হইল। সন্ধ্যাব একটু আগে সংবাদ পাইলাম, এক মুনিকুমার জপের মালা নিতে আসিয়াছেন । " মন আমল ত।ানন্দে নাচিয়া উঠিল আমি মুনিকুমাবকে আমাপ নিকট ম{{নতে আদেশ দিলাম । কিছুক্ষণ পবেষ্ট কপিঞ্জল আসিলেম । তাতার মূখ গম্ভাব ও বিষন্ন । ভাবে বুঝিলাম, তিনি তরলিকাকে দেখিয়। আমাকে কিছু বলিতে ইতস্ততঃ কলিতেছেন । হামি ত হব পা ধোঁয়াইয়। বসিতে আসন দিলাম : বলিল{ম আমাকে যাঙ্গ বলিলেন, এব কাছে অনায়াসে বলিঙ্গে পাবেন । এ আমার অতি বিশ্বস্ত সখী । কপিঞ্জল বলিলেন রাজকুমাবি, সে লজ্জাৰ কথ! কি তার বলিব, আমার কথা যেন সবিতেছে না । বনে fর বাস, সাব অতির ফলমূল, সাজসজ্জা সব জট। আব বাকল, সই তপস্বী যদি তার ধৰ্ম্মকৰ্ম্ম ভুলিয়া কোন রাজাব মেয়েকে বিবাহ করিতে চায়, তবে তাকে বাতুল ভিন্ন অব কি বলিব জানি না । বন্ধুকে লষ্টয়া সতাই বড় বিপদে পড়িয়াছি । এ বিপদে তুমি ছাড়া কাহার শরণ লক্টর জানি না, তাই তোমার কাছেই ছুটিয়া আসিয়াছি । 8}