পাতা:কাদম্বরী (কিশোরপাঠ্য).djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

कjझचब्रौ দিয়া অনেকক্ষণ বাতাস করিলেন । ধীরে ধীরে মহাশ্বেতার জ্ঞান ফিরিয়া আসিল । চন্দ্রাপীড় তুঃখিত চিত্তে বলিলেন : দেবি, আমিই আপনার পুরানো শোক পুনরায় নূতন করিয়া তুলিয়াছি। ও-সকল কথার আর প্রয়োজন নাই । সত্যই এ কাহিনী শুনিয়া আমারও কষ্ট হইতেছে । মহাশ্বেত দীর্ঘনিশ্বাস ত্যাগ করিয়া বলিলেন : রাজকুমার, যে শোক আমি অবলীলা ক্রমে সহ্য করিয়াছি, তাহার স্মরণ করিয়া আর বিশেষ কি কষ্ট হইতে পারে। সেই ভীষণ ঘটনার পর যে অদ্ভুত ব্যাপার ঘটিয়াছিল এবং যে দুরাশার বশে এখনও এই তুচ্ছ জীবন ধারণ করিতেছি, সে কথাই বলিতেছি শুনুন । যাহাকে স্বামী বলিয়া মনে প্রাণে গ্রহণ করিয়াছি, র্তাহার সহিত মিলন হইবার আগেই এমন শোচনীয় বিচ্ছেদ ঘটিয় গেল। হতভাগিনীর জীবন ত্যাগ করাই শ্রেয়ঃ মনে করিয়া অামি তরলিকাকে চিত) সাজাইয়া দিতে বলিলাম । এমন সময় এক দীর্ঘকায় মহাপুরুষ চন্দ্রমণ্ডল হইতে হঠাৎ নামিয়া অসিলেন । তাহার পরিধানে শুভ্র বসন, কানে সোনার কুণ্ডল, গলায় হার, হাতে কেয়ূর। তিনি দৃঢ় বাহু দিয়া স্বামীর মৃতদেহ উঠাইয়া লইলেন। আমাকে বলিলেন ; মহাশ্বেতা, তুমি প্রাণত্যাগ করিও না, পুণ্ডরকের সহিত তোমার আবার মিলন হইবে। এই বলিয়া 8b"