পাতা:কাদম্বরী (কিশোরপাঠ্য).djvu/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাদম্বরী স্বামীর স্মৃতির প্রতি এব চেয়ে বড় শ্রদ্ধা অব কি হইতে পারে, অাব কে-ইবা দেখাইতে পাবে ? মূঢ় ব্যক্তিরাই সহমরণকে স্বামীব প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের বড় উপায় মনে করে, অব মেয়েব মোহের বশে ঐ উপায় অবলম্বন করে । কিন্তু সহমবণ মৃত স্বামীকে জীবন দেয় না, মুক্তি ও অনিয়া দেয় না, বা স্বামীব সহিত মিলন ও ঘটাইতে পারে না । লাভের মধ্যে শুধু এই হয় যে, সহমৃতা মেযেটিকে আত্মহত্য বাপ মহাপাপ করিয়া চিরকাল মবকে লাস করিতে হয় । বাচিয়। থাকিলে মানারূপ সৎকৰ্ম্ম করিয়া নিজের ও দশজনেব উপক বি করা যায়, শ্রদ্ধ তপণ প্রভৃতি কবিয়া নিজেব ও মৃতব্যক্তিব তৃপ্তি সাধন কর। যায়, মবিলে কাহাবই কিছু উপকাব নাই । শত শত পতিপ্রাণ। নাবী স্বামীব মরণে ৫ জীবিত ছিলেন, এমন বহু দৃষ্টান্ত রহিয়াছে। তাহারাষ্ট যথার্থ বুদ্ধিমতী ছিলেন এবং ধৰ্ম্মের প্রকৃত স্বরূপ বুঝিয়াছিলেন । মহাপুরুষ আপনাকে আশ্বাস দিয়াছেন, তাহার অনুকম্পায আপনাব অভীষ্ট পূর্ণ হইবে । আপনি আপনার কৰ্ত্তব্য পালন করিয়াছেন। ধৈর্য্য ধারণ করুন, অনৰ্থক নিজেকে আর তিবস্কার করিবেন না । চন্দ্রাপীড়ের কথায় মহাশ্বেতা মনে যথেষ্ট শান্তি ও শক্তি পাইলেন । মহাশ্বেতাকে শান্ত দেখিয় লাজকুমার জিজ্ঞাসা (ty