পাতা:কাদম্বরী (কিশোরপাঠ্য).djvu/৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাদম্বরী উহা যেন তাহার অতি পরিচিত স্থান, যেন ঐ স্থানে গিয়া তাহার মনে বহু স্মৃতির উদয় হইল। তিনি ঐ শিলাতলে বসিয়া গভীর চিন্তায় মগ্ন হইলেন । আমরা কত ডাকিলাম, তিনি কোন উত্তর দিলেন না, একদৃষ্টে সেই লতামণ্ডপ দেখিতে লাগিলেন । বার বার অনুরোধ করাতে তিনি খুব অসন্তুষ্ট হইয়া বলিলেন, আমি এখান থেকে যাইব না । তোমরা সবকিছু লইয়া চলিয়া যাও । আমরা তবু অনুরোধ করিলাম, কিন্তু তিনি বলিলেন, তোমরা কিছুই বুঝিতেছ না, কি-জানি-কেন আমার শরীর অবসন্ন হইতেছে, আমার চলিবার শক্তি নাই। কি জন্য এরূপ হইয়াছে কিছুই বুঝিতেছি না। তোমরা চলিয়া যাও, আমি এখন কিছুতেই যাইতে পারিব না । আমরা তিন দিন পর্য্যস্ত সেখানে থাকিয়। কত বুঝাইলাম, কিন্তু তিনি পাগলের মত সেই লতামগুপের চারিদিকে কি যেন খ জিয়া বেড়াইতে লাগিলেন। আমাদের একান্ত অনুরোধে এ কয়দিন একবার মাত্র সামান্ত ফলমূল খাইলেন । আমরা দেখিলাম, তিনি এখন ফিরিবেন না, ওখানেই থাকিবেন । কাজেই কয়েকজন সৈন্তা তাহার কাছে রাখিয়া আমরা চলিয়া আসিয়াছি । বৈশম্পায়নের সম্বন্ধে এমন অদ্ভূত কথা শুনিয়া চন্দ্রাপীড় سیbوا