পাতা:কাদম্বরী (কিশোরপাঠ্য).djvu/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কােজশ্বরী বড়ই উদ্বিগ্ন হইলেন । পিতামাতার অনুমতি লইয়। বৈশম্পায়নের খোজে বাহির হইবেন, এবং সেই অবসরে কাদম্বরীকেও দেখিয়া আসিতে পারিবেন, এই ভাবিয়া তিনি তাড়াতাড়ি উজ্জয়িনীতে ফিরিয়া গেলেন। এদিকে বৈশম্পায়নের কথা সেখানে আগেই প্রচার হইয়। গিয়াছে এবং * রাজধানীর সকলেই দুঃখশোকে কাতর হইয়া পড়িয়ছে। চন্দ্রাপীড় মন্ত্রীর বাড়িতে গিয়া দেখিলেন, রাজা রাণী ও রাজবাড়ীর অনেকে শুকনাস ও মনোরমাকে প্রবোধ দিবার জন্ত সেখানে উপস্থিত রহিয়াছেন । সকলেই বৈশম্পায়নের কথা আলোচনা করিয়া দুঃখ করিতেছেন । চন্দ্রাপীড় সেখানে উপস্থিত হইয়। সকলকে প্রবোধ দিলেন এবং পিতামাতা, শুকনাস ও মনোরমার অনুমতি লষ্টয়া তৎক্ষণাৎ বন্ধুকে ফিরাইয়া আনিতে চলিলেন । ইন্দ্রায়ুধ পবনবেগে ছুটিল। কিন্তু তখন প্রবল বর্ষ। আরম্ভ হওয়ায় পদে পদে বাধা পাইয়। রাজকুমারের যাইতে বড় বিলম্ব ঘটিতে লাগিল। তবু বহুদিন চলিয়া অনেক কষ্টে তিনি অচ্ছোদ সরোবরের তীরে উপস্থিত হইলেন । চন্দ্রাপীড় ও র্তাহার সঙ্গীরা তন্ন তন্ন করিয়া সরোবরের তীরবত্তী সমস্ত বন ও লতামণ্ডপ অনুসন্ধান করিলেন, কিন্তু কোথাও বৈশম্পায়নের দেখা পাইলেন না । কুমারের মন একেবারে ভাঙ্গিয় পড়িল । তবু একবার \సిసి