পাতা:কাদম্বরী (কিশোরপাঠ্য).djvu/৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাদম্বরী ধৈর্য্য ধরিতে পারিলেন না। কাদিতে কঁাদিতে তিনিও মূচ্ছিত হইয়া পড়িলেন । কিছুক্ষণ পর মূছ৷ ভাঙ্গিলে কাদম্বরী পাগলিনীর মত চন্দ্রাপীড়ের পা দুইখানি মাথায় লইলেন। অমনি চন্দ্রাপীড়ের দেহ হইতে এক উজ্জল জ্যোতি বাহির হইয়া আকাশে মিলাইয়া গেল । তখনই এক দৈববাণী শোনা গেল ; মহাশ্বেতা, অামার কথায় আশ্বাস পাইয়া তুমি প্রাণ ধারণ করিতে ছ। অবশ্য তোমার অভীষ্ট সিদ্ধ হইবে । পুণ্ডরকের শরীর তোমার স্পর্শে অবিনশ্বর হইয়া আমার কাছে রহিয়াছে। শীঘ্রই তোমার সহিত র্তাহার মিলন ঘটিবে । চন্দ্রাপীড়ের দেহ ও কাদম্বরীর স্পর্শে অক্ষয় হইয়াছে, শুধু একটা অভিশাপে জীবন-শূন্য হইয়াছে। এই দেহ তোমরা ছাড়িও না, পোড়াইও না । যতদিন ইহাতে জীবন ফিরিয়া না আসে, ততদিন যত্ন করিয়া রক্ষা করিও । দৈববাণী শুনিয়া সকলেই চমৎকৃত হইয় গেল । পত্রলেখ এতক্ষণ বিলাপ করিতেছিল। এখন হঠাৎ পাগলিনীর মত উঠিয়া ইন্দ্রায়ুধের নিকট গেল এবং রক্ষকের হাত হইতে জোর করিয়া বলগা কাড়িয়া লইয়া ইন্দ্রায়ুধের সহিত অচ্ছোদ সরোবরে ঝর্ণপাইয়া পড়িল । মুহূৰ্ত্ত মধ্যে পত্ৰলেখা ও । שאף