পাতা:কাদম্বরী (কিশোরপাঠ্য).djvu/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাদম্বরী আসিয়াছিলেন । আজ আমার শাপ শেষ হইয়াছে, আমি নিজেব দেহ ফিবিয়া পাইয়াছি । কপিঞ্জলের কথা শুনিয়া মহাশ্বেতা শোকে ম্রিয়মাণ হইয়। কাদিতে কঁদিতে বলিলেন ; জন্মান্তরেও স্বামী আমাকে ভুলিতে নপারিয়া আমাকে খুজিতে খুজিতে এখানে অসিলেন, আর আমি হতভাগিনী নৃশংসা বাক্ষসীর মত র্তাহার মবণেব কারণ হইলাম । কপিঞ্জল তাহাকে আশ্বাস দিয়া বলিলেন - অভিশাপের জন্যই এসব ব্যাপাব ঘটিয়াছে, তোমাল দোষ কি ? তপস্যার অসাধ্য কিছু নাই । তপস্যা কবিয়াই পাৰ্ব্বতী শিবকে পাইয়াছিলেন, সাবিত্রী মব স্বামীকে জীয়াইযাছিলেন, তুমিও পুণ্ডৰীককে পাইলে, ইহাতে কোনই সন্দেহ নাই । মহাশ্বেতা তাহার প্রবোধ বাক্যে শান্ত কইলেন । কাদম্ববী বিষাদ-মাখ মুখে জিজ্ঞাসা করিলেন : ইন্দ্রাযুদেব সহিত পত্ৰলেখাও তো জলে ডুবিয়াছিল ? তাহার কি হইল ? কপিঞ্জল বলিলেন ; পত্ৰলেখাধ কথ। আমি জানি না । চন্দ্রের অবতাব চন্দ্রপীড় অথবা পুণ্ডরীকেব অবতার বৈশম্প{য়নেরই বা কি তইয়াছে, সেকথা ও বলিতে পাবি না । এ-সল কথা জানিবার জন্ত আমি এখনক্ট ত্রিকলিদশী মহর্ষি শ্বেতকেতুর নিকট যাইতেছি । .এই বলিয। তিনি আকাশে অদশ্য হইয় গেলেন । ৭৬