পাতা:কাদম্বরী (কিশোরপাঠ্য).djvu/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাদম্বিরী আমার এমন অধঃপতন ঘটিয়াছে। এখন কি উপায় কবি ? এ দেহ রাখিয়া লাভই বা কি ! বুঝিতেছি, বুদ্ধির দোষে দুঃখে তুঃখেই আমার জীবন কাটিবে । আগের জন্মে যাহারা অমাব বান্ধব ছিল, তাহাদের সহিতও আমার অব দেখা হইবে না । এইরূপ ভাবিতেছিলাম, এমন সময় হারাত আসিয়। বলিলেন ; মহর্ষি শ্বেতকেতুর নিকট হইতে তোমাব পূৰ্ব্ববন্ধু কপিঞ্জল আসিয়াছেন, বাহিরে পিতার সহিত কথা কহিতেছেন । আমি আহ্নাদে পুলকিত হইয়া কহিলাম ; কষ্ট, তিনি কোথায় ? আমাকে তাহার নিকট লইয়া চল । ইতিমধ্যে কপিঞ্জল আমার কাছে আসিলেন । র্তাহ কে দেখিয়া আমার কি যে আনন্দ হইল বলিতে পারি না । বলিলাম ; বন্ধু, বহুদিন তোমাকে দেখি নাই, ইচ্ছা হইতেছে তোমাকে আলিঙ্গন করি, কিন্তু উপায় নাই । কপিঞ্জল তখনই আমাকে বুকে তুলিয়া লক্টলেন, আমার দুর্দশ দেখিয কাদিতে লাগিলেন । আমি তাহাকে প্রবোধ দিয়া বলিলাম ঃ তুমি ,ত। আমার মত অজ্ঞান নও। আমি নিজেব দোষে নিজে ভুগিতেছি । তুমি বসিয়া বিশ্রাম কবিতে করিতে আমার পিতার কথা বল । কপিঞ্জল বলিলেন ; তোমাব পিতা ভাল ৩ । ছন । তিনি তামীদিগের সকল কথাই জানেন এবং আমাদের মঙ্গলের জন্ত এক ক্রিয৷ আরম্ভ করিয়াছেন । তিনি বলিলেন, আমাদের 6 سty