পাতা:কাদম্বরী (কিশোরপাঠ্য).djvu/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাদম্বরী লক্ষ্মীর কথা শুনিবামাত্র বাজার পূর্ব জন্মেব সকল কথা মনে পড়িল । কাদম্ববীব জন্য র্তাহাব মন আকুল হইয় छैत्रि । তখন শ্বসন্তকাল। প্রকৃতি নৃতম বধব ন্যায় নানা সজ্জায সাজিয়া শোভায় ঝলমল করিতেছে । সুগন্ধ মলয় বাতাসে, কোকিলের কুহুরবে, অলিব গুঞ্জনে, ফুলেব সজ্জায় সকলেব মন আকুল হইয়া উঠিয়াছে । একদিন সন্ধ্যার সময়ে কাদম্বরী নিজে স্নান কবিয়া চন্দ্রাপীড়ের দেহ ধুইয়। মুছিয়া দিলেন, চন্দন-কুঙ্কুমে শবদেহ সাজাইল, গলায ফলের মালা কানে অশোকের স্তবক পরাইয়া দিলেন, তাবপর জীবিত মনে করিয়া যেমনই সেই মৃতদেহকে আলিঙ্গন কবিতে গেলেন, তামনি চন্দ্ৰ পীড বাচিয়! উঠিলেন । এই অসম্ভব ব্যাপাব দেখিযা কাদম্বরী ভযে কাপিতে লাগিলেন । চন্দ্রাপীড় তখন হাসিয় বলিলেন ; ভীৰু ! ভয় কি ! এই তো আমি লাচিয়া উঠিয়ছি । আমার উপর যে অভিশাপ ছিল তাহা অাজ শেষ হইল । এতদিন বিদিশা নগরীতে শুদ্রক নামে রাজা ছিলাম, তাজ সে শরীর ছাড়িয়া আসিয়াছি। তোমার প্রিয়সখী মহাশ্বেতার তপস্তা ও আজ সফল হইবে । পুগুরীকেরও আজ শাপমুক্তি হইল । bሙ8