পাতা:কাদম্বরী (কিশোরপাঠ্য).djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাদম্বরী পুণ্ডরীকও সেখানে অসিলেন । তাহার গলায় সেই একনরী হার, বামপাশে কপিঞ্জল। মহাশ্বেত কে এই সুসংবাদ দিবার জন্য কাদম্বর ছুটিয়া গেলেন। চন্দ্রাপীড় পুণ্ডরীককে আলিঙ্গন কবিয়া বলিলেন ; বন্ধু, তোমার ভালবাস কখনও ভুলিব না । তুমি আমার কাছে প্রিয়সখ। বৈশম্পায়নই থাকিবে, কমন কোন আপত্তি নাই তো ? পুণ্ডরীক হাসিয়া চন্দ্ৰ পীড়কে আলিঙ্গন করিলেন । কথাটা বাতাসেল মুখে চাবিদিকে ছড়াইয় পড়িল । গন্ধৰ্ব্বরাজ চিত্ররথ ও হংস মহিষী মদিরা ও গৌরীর সহিত আশ্রমে আসিলেন । ওদিকে মহারাজ তাবাপড় ও বাণী বিলাসবতী শুকনাস ও মনোবমাকে লইয়। অ।সিলেন । মহাশ্বেতব আশ্রম উৎসব-মখলিত হইয়া উঠিল । চন্দ্রাপড় পুণ্ডরীককে দেখাইয়। সকলকে বলিলেন : ইনিই আমার প্রিয়সখা বৈশম্পায়ন । পুণ্ডরীক সকলকে ভক্তিভাবে প্রণাম করিলেন । কপিঞ্জল মন্ত্রী শুকনাসকে বলিলেন মহর্ষি শ্বেতকেতু আপনাকে বলিয়া পাঠাইলেন, তিনি পুণ্ডরীককে লালনপালন করিয়াছেন বটে, কিন্তু পুণ্ডরীক প্রকৃতপক্ষে আপনারই পুত্র তিনি পুওরাককে আপনার ছেলে বৈশম্পায়ন বলিয়া মনে করিতে বলিয়াছেন । b”6.