পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভূমিকা গ্রন্থকারের জীবদ্দশায় চতুর্থ বার মুদ্রিত সংস্করণের বিশুদ্ধ পুনমুদ্রণ প্রকাশিত হইল। এই সংস্করণ মুদ্রিত করিতে কেন-যে চতুর্থ সংস্করণ অবলম্বন করা হইয়াছে, সেই কারণগুলি ‘গ্রন্থ ও গ্রন্থকারের পরিচয়”মধ্যে বিস্তারিতভাবে আলোচিত হইল। ‘বিশুদ্ধ পুনমুদ্রণ' বলিবার তাৎপৰ্য্য এই যে, কেবল ছাপার ভুলগুলি সংশোধন করিয়া দেওয়া ভিন্ন সেই সংস্করণে ঠিক যেমনটি ছাপা হইয়াছিল, এই সংস্করণেও ঠিক তেমনটিই ছাপা হইল,—একটিও শব্দ পরিবর্তন করা হয় নাই, , একটিও সমাস নূতন করিয়া গড় হয় নাই অথবা একটিও সমাস ভাঙ্গিয়া আধুনিক প্রথা-অনুসারে হাইফেন দিয়া পৃথগ ভাবে মুদ্রিত ' হয় হাই, কোনও বাক্যবিন্যাসে হস্তক্ষেপ করা হয় নাই, কোনও স্থলে নূতন করিয়া প্যারা ভাগ করা হয় নাই, এমন কি বিরামচিহ্নগুলিও একটুও অদল-বদল করা হয় নাই। চতুর্থ সংস্করণে সমগ্র গ্রন্থখানি মাত্র তিন খণ্ডে বিভক্ত ছিল,—১৭ পৃষ্ঠাব্যাপী উপক্রমণিকা, ১৫৬ পৃষ্ঠাব্যাপী ‘কথারম্ভ, এবং ১৪ পৃষ্ঠাব্যাপী উপসংহার।’ এই সংস্করণে এই তিনটি বিভাগ ঠিকই বজায় আছে, কেবল দুৰ্ব্বোধ ও দীর্ঘ উপাখ্যানটিকে পাঠকগণের পক্ষে সুগম, সুবোধ ও সুস্মরণীয় করিবার উদ্দেশ্যে ঐ তিনটি বিভাগ ষোলটি পরিচ্ছেদে পরিণত হইয়াছে, বর্ণিত বিষয়-অনুসারে প্রত্যেক