পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬৪ কাদম্বরী। দেখিতে এরূপ উন্মত্ত ও ভ্রান্ত হইলাম যে, সেই দিক্ হইতে যে অনিল ও পক্ষী সকল আসিতেছিল তাহাদিগকেও প্রিয়তমের সংবাদ জিজ্ঞাসা করিতে ইচ্ছা জন্মিল। আমার অন্তঃকরণ র্তাহার প্রতি এরূপ অনুরক্ত হইল যে, তিনি যে যে কৰ্ম্ম করিতেন তাহাতেও পক্ষপাতী হইয়া উঠিল । তিনি তপস্বী ছিলেন বলিয়া তপস্তায় আর বিদ্বেষ থাকিল না। তিনি মুনিবেশ ধারণ করিতেন সুতরাং মুনিবেশে আর গ্রাম্যতা রছিল না। পারিজাত কুসুম তাহার কর্ণে ছিল বলিয়াই মনোহর হইল। স্বরলোক তাহার বাসস্থান বলিয়াই রমণীয় বোধ হইতে লাগিল । ফলতঃ নলিনী যেরূপ রবির পক্ষপাতিনী, কুমুদিনী যেরূপ চন্দ্রমার পক্ষপাতিনী, ময়ূরী যেরূপ জলধরের পক্ষপাতিনী, আমিও সেইরূপ ঋষিকুমারের পক্ষপাতিনী হইয়। নিমেষশূন্ত দৃষ্টিতে সেই দিক দেখিতে লাগিলাম । ৮ আমার তামূলকরষ্কবাহিনী তরলিকাও স্বান করিতে গিয়াছিল। সে অনেক ক্ষণের পর বাটী আসিয়া আমাকে কহিল ভর্তুদারিকে ! আমরা সরোবরের তীরে যে দুই জন তাপসকুমার দেখিয়াছিলাম, তাহাদিগের এক জন, যিনি তোমার কর্ণে কল্পপাদপের কুসুমমঞ্জরী পরাইয়া দেন, তিনি গুপ্তভাবে আমার নিকটে আসিয়া সুমধুরবচনে জিজ্ঞাসা করিলেন বালে ! যাহার কর্ণে আমি পুষ্পমঞ্জরী পরাইয়া দিলাম, ইনি কে ? ইহার নাম কি ? কাহার অপত্য ? কোথায় বা গমন করিলেন ? আমি বিনীতবচনে কহিলাম ভগবন্‌ ! ইনি গন্ধৰ্ব্বের অধিপতি হংসের দুহিতা, নাম মহাশ্বেতা । হেমকুট পৰ্ব্বতে গন্ধৰ্ব্বলোক বাস করেন তথায় গমন করিলেন। অনন্তর