পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/১১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՖԵա কাদম্বরী। কপিঞ্জল কহিলেন রাজপুত্ৰি ! কি কহিব, লজ্জায় বাক্য স্কৃত্তি হইতেছে না। কন্মূলফলাশী বনবাসীর মনে অনঙ্গবিলাস সঞ্চারিত হইবে ইহা স্বপ্নের অগোচর। শাস্তস্বভাব তাপসকে প্রণয়পরবশ করিয়া বিধি কি বিড়ম্বন করিলেন । দগ্ধ মন্মথ অনায়াসেই লোকদিগকে উপহাসাম্পদ ও অবজ্ঞাস্পদ করিতে পারে। অন্তঃকরণে এক বার অনঙ্গবিলাস সঞ্চারিত হইলে আর ভদ্রত নাই । তখন প্রগাঢ়ধীশক্তিসম্পন্ন লোকেরাও নিতান্ত আসার ও অপদার্থ হইয়া যান। তখন আর লজ্জা, ধৈর্য্য, বিনয়, গাম্ভীৰ্য্য কিছুই থাকে না । বন্ধু যে পথে পদার্পণ করিতে উদ্যত হইয়াছেন, জানি না, উহা কি বস্তুল ধারণের উপযুক্ত, কি জটা ধারণের সমুচিত, কি তপস্তার অনুরূপ, কি ধর্মের অঙ্গ, কি অপবর্গ লাভের উপায়। কি দৈবদুবিপাক উপস্থিত! না বলিলে চলে না, উপায়ান্তর ও শরণাস্তুরও দেখি না, কি করি বলিতে হইল। শাস্ত্রকারের লিখিয়াছেন স্বীয় প্রাণবিনাশেও যদি সুহৃদের প্রাণ রক্ষা হয় তথাপি তাহা কৰ্ত্তব্য ; সুতরাং আমাকে লজ্জায় জলাঞ্জলি দিতে হইল। ২ তোমার সমক্ষে রোষ ও অসন্তোষ প্রকাশপূৰ্ব্বক বন্ধুকে সেই প্রকার তিরস্কার করিয়া আমি তথা হইতে প্রস্থান করিলাম । স্বানানন্তর সরোবর হইতে উঠিয়া তুমি বাট আসিলে, ভাবিলাম বন্ধু এক্ষণে একাকী কি করিতেছেন গুপ্ত তাবে এক বার দেখিয়া আসি। অনন্তর আস্তে আস্তে আসিয়া বৃক্ষের অন্তরাল হইতে দৃষ্টি পাত করিলাম ; কিন্তু তাহাকে দেখিতে পাইলাম না। তৎকালে আমার অন্তঃকরণে কত বিতর্ক, কত সন্দেহ ও কতই বা ভয় উপস্থিত হইল। এক বার ভাবিলাম অনঙ্গের মোহন শরে মুগ্ধ ৷