পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/১২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাদম্বরী। aసె সেই অকৃত্রিম প্রণয় ও অকপট সৌহাৰ্দ্দ কোথায় গেল ? তোমার সেই অমৃতময় বাক্য ও স্নেহময় দৃষ্টি স্মরণ করিয়া আমার বক্ষঃস্থল বিদীর্ণ হইতেছে। কপিঞ্জল আৰ্ত্তম্বরে মুক্তকণ্ঠে এইরূপ ও অন্যরূপ নানাপ্রকার বিলাপ ও পরিতাপ করিতেছিলেন শুনিতে পাইলাম। ৪ কপিঞ্জলের বিলাপবাক্য শ্রবণ করিয়া আমার প্রাণ উড়িয়া গেল। মুক্তকণ্ঠে রোদন করিতে করিতে - দ্রুত বেগে দৌড়িলাম। পদে পদে পাদস্থলন হইতে লাগিল ; তথাপি গতির প্রতিরোধ জন্মিল না । তথায় উপস্থিত হইয়া দেখিলাম র্যাহার শরণাপন্ন হইতে বাটীর বহির্গত হইয়াছিলাম, তিনি সরোবরের তীরে লতামগুপমধ্যবৰ্ত্তী শিলাতলে শৈবালরচিত শয্যায় শয়ন করিয়া আছেন। কমল, কুমুদ, কুবলয় প্রভৃতি নানাবিধ কুসুম শয্যার পার্থে বিক্ষিপ্ত রহিয়াছে। মৃণাল ও কদলীপল্লব চতুর্দিকে বিকীর্ণ আছে। র্তাহার শরীর নিম্পন্দ, বোধ হইল যেন, মনোযোগপূৰ্ব্বক আমার পদশব শুনিতেছেন ; মনঃক্ষোভ হইয়াছিল বলিয়া যেন, একমন হইয়া প্রাণায়াম দ্বারা প্রায়শ্চিত্ত করিতেছেন ; আমা হইতেও আর এক জন প্রিয়তম হইল বলিয়া যেন, ঈর্ষ্য প্রযুক্ত প্রাণ দেহকে পরিত্যাগ করিয়া গিয়াছে। ললাটে ত্রিপুণ্ডক, স্কন্ধে বন্ধলের উত্তরীয়, গলে একাবলীমালা, হস্তে মৃণালবলয় ধারণপূর্বক অপূৰ্ব্ব বেশ রচনা করিয়া যেন, আমার সহিত সমাগমের নিমিত্ত অনন্যমন হইয়া মন্ত্র সাধন করিতেছেন। কপিঞ্জল তাহার रुई ধারণ করিয়া রোদন করিতেছেন। অচিরস্থত সেই মহাপুরুষকে এই হতভাগিনী ও পাপকারিণী আমি গিয়া দেখিলাম। আমাকে