পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/১২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাদম্বরী। 1ം് সেই দুরাশায় আকৃষ্ট হইয়া তরলিকার বাক্যই যুক্তিযুক্ত স্থির করিলাম। আশার কি অসীম প্রভাব । যাহার প্রভাবে লোকেরা তরঙ্গাকুল ভীষণ সাগর পার হইয়া অপরিচিত ও অজ্ঞাত দেশে প্রবেশ করে। যাহার প্রভাবে অতি দীন হীন জনেরও মুখমণ্ডল উজ্জল থাকে। যাহার প্রভাবে পুত্রকলত্রাদির বিরহদুঃখও অবলীলাক্রমে সহ করা যায়। কেবল সেই আশা হস্তাবলম্বন দেওয়াতে জনশূন্ত সরোবরতীরে যাতনাময়ী সেই কালযামিনী কথঞ্চিৎ অতিবাহিত হইল। কিন্তু ঐ যামিনী যুগশতের ন্যায় বোধ হইয়াছিল। প্রাতঃকালে উঠিয়া সরোবরে স্বান করিলাম। সংসারের অসারতা, সমুদায় পদার্থের অনিত্যতা, আপনার চতভাগ্যতা ও বিপৎপাতের অপ্রতীকীরতা দেখিয়া মনে বৈরাগ্যোদয় হইল এবং প্রিয়তমের সেই কমণ্ডলু, সেই অক্ষমালা লইয়া ব্রহ্মচৰ্য্য অবলম্বনপূৰ্ব্বক অবিচলিত ভক্তি সহকারে এই অনাথনাথ ত্ৰৈলোক্যনাথের শরণাপন্ন হইলাম। বিষয়বাসনার সহিত পিতা মাতার স্নেহ পরিত্যাগ করিলাম। ইঞ্জিয়মুখের সহিত বন্ধুদিগের অপেক্ষা পরিহার করিলাম। ১১ পর দিন পিতা মাত এই সকল বৃত্তাস্ত অবগত হইয়া পরিজন ও বন্ধুজনের সহিত এই স্থানে আইসেন ও নানাপ্রকার সান্থনাবাক্যে প্রবোধ দিয়া বাট গমন করিতে অনুরোধ করেন। কিন্তু যখন দেখিলেন কোন প্রকারে অবলম্বিত অধ্যবসায় হইতে পরাস্মুখ হইলাম না, তখন আমার গমনবিষয়ে নিতান্ত নিরাশ হইয়াও অপত্যস্নেহের গাঢ়বন্ধনবশতঃ অনেক দিন পর্য্যন্ত এই স্থানে অবস্থিতি করিলেন ও প্রতিদিন নানাপ্রকার বুঝাইতে লাগিলেন। পরি