পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/১৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাদম্বরী। పెప్సి হইলে অনশনে, হুতাশনে অথবা উদ্বন্ধনে প্রাণ ত্যাগ করিব। গন্ধৰ্ব্বরাজ চিত্ররথ ও মহাদেবী মদিরা পরম্পরায় কস্তার এই প্রতিজ্ঞ শুনিয়া অতিশয় দুঃখিত হইয়াছেন। কিন্তু এক অপত্য, অত্যন্ত ভালবাসেন সুতরাং তাহার প্রতিজ্ঞার বিরুদ্ধে কোন কথা উত্থাপন করিতে পারেন নাই। যুক্তি করিয়া অদ্য প্রভাতে ক্ষীরোদনামা এক কন্ধুকীকে আমার নিকট পঠাইয়াছিলেন। তাহার দ্বারা আমাকে বলিরা পাঠান “বৎসে মহাশ্বেতে ! তোমা ব্যতিরেকে কেহ কাদম্বরীকে সস্তুনা করিতে সমর্থ নয়। সে এইরূপ প্রতিজ্ঞা করিয়াছে, এক্ষণে যাহা কৰ্ত্তব্য হয় কর ।” আমি গুরুজনের গৌরবে ও মিত্রতার অনুরোধে ক্ষীরোদের সহিত তরলিকাকে কাদম্বরীর নিকট পাঠাইয়াছি। বলিয়া দিয়াছি সখি ! একেই আমি মরিয়া আছি আবার কেন যন্ত্রণ বাড়াও । তোমার প্রতিজ্ঞা শুনিয়া অত্যন্ত দুঃখিত হইলাম। আমার জীবিত থাকা যদি অভিপ্রেত হয়, তাহ হইলে, গুরুজনের অনুরোধ কদাচ উল্লঙ্ঘন করিও না । তরলিকাও তথায় গেল ; আপনিও এখানে আসিয়া উপস্থিত হইলেন । ১ মহাশ্বেতা এইরূপ পরিচয় দিতেছেন এমন সময়ে নিশানাথ গগনমণ্ডলে উদিত হইলেন। তারাগণ হীরকের স্তায় উজ্জ্বল কিরণ বিস্তার করিল। বোধ হইল যেন, যামিনী গগনের অন্ধকার নিবারণের নিমিত্ত শত শত প্রদীপ প্রজালিত করিলেন। মহাশ্বেতা শীতল শিলাতলে পল্লবের শয্যা পাতিয়া নিদ্রা গেলেন । চাপড় মহাশ্বেতাকে নিদ্রিত দেখিয়া আপনিও শয়ন করিলেন। এবং বৈশম্পায়ন কত চিন্তা করিতেছেন, পত্ৰলেখা কতই ভাবিতেছে.