পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/১৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫిషి কাদম্বরী। অন্তান্ত সমভিব্যাহারী লোক আমার আগমনে কত উদ্বিগ্ন হইয়াছে। এইরূপ চিন্তা করিতে করিতে নিদ্রাগত হইলেন। ২ প্রভাত হইলে মহাশ্বেতা গাত্ৰোখানপুৰ্ব্বক সন্ধ্যোপাসনাদি সমুদায় প্ৰাত:কৃত্য সমাপন করিয়া জপ করিতে আরম্ভ করিলেন। চক্রাপীড়ও প্রভাতিক বিধি যথাবিধি সম্পাদন করিতেছেন এমন সময়ে পানবাহু বিশালবক্ষঃস্থল, করে তরবারিধারী, বলবান, ষোড়শবর্ষবয়স্ক, কেয়ূরকনাম এক গন্ধৰ্ব্বদারকের সহিত তরলিকা তথায় উপস্থিত হইল। অপরিচিত চন্দ্রাপীড়ের অলৌকিক সৌন্দর্য্য দর্শনে বিস্মিত হইয়া, ইনি কে কোথা হইতে আসিলেন, এইরূপ চিন্তা করিতে করিতে মহাশ্বেতার নিকটে গিয়া বসিল । কেয়ুরকও এক শিলাতলে উপবিষ্ট হইল। জপ সমাপ্ত হইলে মহাশ্বেতা তরলিকাকে জিজ্ঞাসিলেন তরলিকে । প্রিয়সর্থী কাদম্বরীর কুশল ? আমি যাহা বলিয়া দিয়াছিলাম তাহাতে ত সম্মত হইয়াছেন ? কেমন তাহার অভিপ্রায় কি বুঝিলে ? তরলিক কহিল ভৰ্বদারিকে ! ই কাদম্বরী কুশলে আছেন, আপনার উপদেশবাক্য শুনিয়া রোদন করিতে করিতে কত কথা কহিলেন। এই কেয়ূরকের মুখে সমুদায় শ্রবণ করুন। ৩ কেয়ূরক বদ্ধাঞ্জলি হইয়া নিবেদন করিল কাদম্বর প্রণয় প্রদর্শনপুৰ্ব্বক সাদর সম্ভাষণে আপনাকে কহিলেন, “প্রিয়সখি! যাহা তরলিকার মুখে বলিয়া পাঠাইয়াছ উহা কি গুরুজনের অনুরোধক্রমে, অথবা আমার চিত্ত পরীক্ষার নিমিত্ত, কি অদ্যাপি গৃহে আছি বলিয়া তিরস্কার করিয়াছ ? যদি মনের সহিত উহা বলিয়া থাক, তোমার অন্ত:করণে কোন অভিসন্ধি আছে, সন্দেহ নাই।