পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/১৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

सिनश्चो । పిసిసి হইলে, ইনি রাজকুমারের তাম্বলকরষ্কবাহিনী ও পরম প্রীতিপাত্র, ইহার নাম পত্ৰলেখা, এই বলিয়া কেয়ূরক পত্ৰলেখার পরিচয় দিল । পত্ৰলেখা বিনীতভাবে মহাশ্বেতা ও কাদম্বরীকে প্রণাম করিল। র্তাহারা যথোচিত সমাদর ও সম্ভাষণ পূৰ্ব্বক হস্ত ধারণ করিয়া আপন সমীপদেশে বসাইলেন এবং সর্থীর স্তীয় জ্ঞান করিতে লাগিলেন । ১০ চন্দ্রাপীড় চিত্ররথতনয়ার তদানীন্তন অবস্থা দেখিয়া মনে মনে কহিলেন আমার হৃদয় কি দুৰ্ব্বিদগ্ধ : মনোরথ ফলোমুখ হইয়াছে তথাপি বিশ্বাস করিতেছে না। ভাল, কৌশল করিয়া দেখা যাউক এই স্থির করিয়া জিজ্ঞাসা করিলেন দেবি ! তোমার এরূপ অপরূপ ব্যাধি কোথা হইতে সমূখিত হইল ? তোমাকে আজি এরূপ দেখিতেছি কেন ? মুখকমল মলিন হইয়াছে, শরীর শীর্ণ হইয়াছে, হঠাৎ দেখিলে চিনিতে পারা যায় না। যদি আম হইতে এ রোগের প্রতীকারের কোন সম্ভাবনা থাকে, এখনই বল। আমার দেহ দান বা প্রাণ দান করিলেও যদি সুস্থ হও আমি এখনি দিতে প্রস্তুত আছি। কাদম্বরী বালা ও স্বভাবমুগ্ধ হইয়াও অনঙ্গের উপদেশ প্রভাবে রাজকুমারের বচনচাতুরীর যথার্থ ভাবার্থ বুঝিলেন। কিন্তু লজ্জাপ্রযুক্ত বাক্য দ্বারা উত্তর দিতে অসমর্থ छ्हेब्रा छेष९ হাস্ত করিয়া সমুচিত উত্তর প্রদান করিলেন। মদলেখা তাহারই ভাবাৰ্থ ব্যক্ত করিয়া কহিল রাজকুমার ! কি বলিব আমরা এরূপ অপরূপ ব্যাধি ও অদ্ভূত সন্তাপ কখন কাহারও দেখি নাই। সন্তাপিত ব্যক্তির নলিনীকিসলয় হতাশনের স্তার, জ্যোৎস্না উত্তাপের স্থায়, সমীরণ বিষের স্তার বোধ হয় ইহা আমরা কখনও শ্রবণ