পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/১৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SBR কাদম্বরী । কাদম্বরীর কোন অত্যহিত ঘটিয়া থাকিবেক। নতুবা পত্ৰলেখার মুখে আমার আগমনবাৰ্ত্তা শুনিয়াছেন, এ সময় অবহু হৃষ্টচিত্ত থাকিতেন। চন্দ্রপীড় বৈশম্পায়নের অনুসন্ধান না পাওয়াতে উদ্বিগ্ন ছিলেন, তাহাতে আবার প্রিয়তমার অমঙ্গলচিস্তা মনোমধ্যে প্রবেশ করাতে নিতান্ত কাতর হইলেন । শূন্তহৃদয়ে মহাশ্বেতার নিকটবৰ্ত্তী হইয়া শিলাতলের এক পাশ্বে বসিলেন ও তরলিকাকে মহাশ্বেতার শোকের হেতু জিজ্ঞাসিলেন। তরলিক কিছু বলিতে পারিল না, কেবল দীননয়নে মহাশ্বেতার মুখ পানে চাহিয়া রহিল । ১২ মহাশ্বেত বসনাঞ্চলে নেত্রজল মোচন করিয়া কাতরস্বরে কহিলেন মহাভাগ! যে নিষ্করুণা ও নিলজ পূৰ্ব্বে আপনাকে দারুণ শোকবুন্তান্ত শ্রবণ করাইয়াছিল, সেই পাপীয়সী এক্ষণে ও এক অপূৰ্ব্ব ঘটনা শ্রবণ করাইতে প্রস্তুত আছে। কেয়ূরকের মুখে আপনার উজ্জয়িনীগমনের সংবাদ শুনিয়া যৎপরোনাস্তি দুঃখিত হইলাম। চিত্ররথের মনে রথ, মদিরার বাঞ্ছা ও আপনার অভীষ্ট সিদ্ধি না হওয়াতে সমধিক বৈরাগ্যোদয় হইল এবং কাদম্বরীর স্নেহ পাশ ভেদ করিয়া তৎক্ষণাৎ আপন আশ্রমে আগমন করিলাম । একদা আশ্রমে বসিয়া আছি এমন সময়ে রাজকুমারের সমবয়স্ক ও সদৃশাকৃতি মুকুমার এক ব্রাহ্মণকুমারকে দূর হইতে দেখিলাম । তিনি এরূপ অন্যমনস্ক যে, তাহার আকার দেখিয়া বোধ হইল যেন, কোন প্ৰণষ্ট বস্তুর অন্বেষণ করিতে করিতে এই দিকে আসিতেছেন। ক্রমে নিকটবর্তী হইয়া, পরিচিতের ন্যায় আমাকে জ্ঞান করিয়া, নিমেষশূন্তনয়নে অনেক ক্ষণ আমার প্রতি দৃষ্টি পাত